আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র ভূত থেকে ভূতে পদ্ধতিতেই এই দেশটাকে বদলানো সম্ভব

সাধারণ একজন মানুষ ভূত থেকে ভূতে। যারা তিন গোয়েন্দা পড়েন তারা এই অসাধারণ পদ্ধতি সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি। এটি হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে কোন একটি বিষয়ে জানানো যায়। এটি কাজ করে অনেকটা চেইন পদ্ধতিতে।

উদাহরণ স্বরূপ, আপনি একজন লোককে খোঁজছেন যিনি ঢাকাতেই থাকেন। কিন্তু তার কোন ঠিকানা বা ফোন নাম্বার আপনার কাছে নেই। এখন আপনার পক্ষে পুরো ঢাকাতে তাকে খোঁজা প্রায় অসম্ভব। ফলে আপনি আপনার পাঁচজন বন্ধুকে ঐ লোকটির বর্ণনা দিয়ে খোঁজতে বললেন এবং বললেন তারাও যেন তাদের পাঁচজন বন্ধুকে বলে। এতে ৬জন মানুষ একসাথে লোকটিকে খোঁজতে লাগলো।

আপনার পাঁচজন বন্ধু যেহেতু সবাই তাদের আরো পাঁচজন বন্ধুকে বলছে সেহেতু দেখা গেল আপনার একার জায়গায় ৩১ জন লোক ঐ লোকটিকে খোঁজতে থাকলো। যেহেতু ঐ পাঁচজন আরো পাঁচজনকে বলেছে এবং ঐ পাঁচজন আরো পাঁচজনকে বলেছে এবং এর হার জ্যামিতিক ভাবে বেড়েই চললো সেহেতু একসময় পুরো ঢাকা একইসাথে এই লোকটিকে খোঁজতে লাগলো। আর যেহেতু পুরো ঢাকার সবাই একসাথে লোকটিকে খোঁজতে লাগলো এবং পেয়েও গেল। যেখানে আপনি একা কাজটি করতে গেলে প্রায় কয়েকমাস লেগে যত সেখানে ভূত থেকে ভূতে পদ্ধতিতে লাগলে মাত্র ১ সপ্তাহ। এবার আসি আসল কথায়।

আমরা ফেসবুক, ব্লগে যতই সচেতনতার কথাই বলিনা কেন বেশিরভাগ ক্ষেত্রেই শেষ পর্যন্ত তার অরণ্য রোধনই। কারণ দেশের বেশিরভাগ মানুষই এর সম্পর্কে জানতে পারছেনা। উদাহরণ স্বরূপ ভারত যে আমাদের পণ্যগুলোর স্বত্ব নিয়ে নিচ্ছে তা দেশের বেশিরভাব মানুষই জানে না। তারচেয়ে আমরা যদি কোন একটি বিষয়ে আমাদের বন্ধুদের সচেতন করি এবং তাদের বলি তারা যেন তাদের বন্ধুদেরও ঐ বিষয়ে সচেতন করে। এতে দেখা যাবে খুব অল্প সময়েই আমরা একটি বিষয়ে অনেকগুলা মানুষকে সচেতন করতে পেরেছি।

যার মাধ্যমে আমরা পারবো এই দেশ থেকে প্রায় সকল সমম্যা দূর করে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।