দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! জীবনের স্পষ্ট আলো আদরে জড়িয়ে থাকে আধো ফোঁটা হাসিতে যে সময়টুকু অলস থাকে- সৃজনশীল ব্যাস্ততা চোখে মুখে মেখে গোপনে রোদ্দুর মেশানো আঁধারে ! ফাঁকা জানলায়, গোপন গাম্ভীর্যে সন্ধায় আধো ফোঁটা কালোতে আঙিনা থেকে তুলে নেয়া বিবর্ন মনোভূমি তটে সৃজনশীল ব্যাস্ততায়- ঝিরি ঝিরি শব্ধের রূপোলী মালা দীর্ঘশ্বাস খুটে খুটে খায় ব্যাস্ত শহরের বুক চিড়ে গড়ে ওঠা স্বচ্ছ মুগ্ধতার আবেশে । জানলার পাশে থাকা দেয়ালের সফেদ ভাবনায়- কামিজের ধার ঘেঁষে খানিকটা খোলা বুক স্বপ্ন রঙিন গোলাপী ওড়না,অবিন্যাস্ত দীঘল চুলে ঘুরে-ফিরে পাহারায় রয় না ভাবা ভাবনার বিলাসী অবকাশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।