(প্রিয় টেক) প্রযুক্তি এখন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। কয়েকবছর আগেও যা কল্পনা করা যেত না তা এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার এখন মানুষের হাতের মুঠোয় এবং পরিসংখ্যানগুলো সঠিক হলে এই বছরের শেষ নাগাদ পৃথিবীতে যত না সাধারন ফোন বিক্রি হবে তার চেয়ে বেশি বিক্রি হবে ছোটখাটো কম্পিউটার হিসেবে পরিচিত স্মার্টফোন। এই পরিসংখ্যানের অনেকটুকুই বাস্তবায়ন হয়েছে। এখন দেখার বিষয় সামনে কি হয়। তবে এই সকল স্মার্টফোনের ক্ষেত্রে সবসময় যে বিষয়টা মূল হয়ে দাড়ায় যে ১ থেকে ২ বছরের মাথায় হার্ডওয়্যার অনেক পুরনো হয়ে দাড়ায় এবং কিছু ক্ষেত্রে অ্যাপ সাপোর্ট দিতে পারে না। কিন্তু কেমন হত যদি ফোনের হার্ডওয়্যার সত্যিকার কম্পিউটারের মত বদলানো যেত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।