আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াজ়েদ মিয়ার বউ কি বলেন।

আজকের সমাবেশ বন্ধ করার জন্য এই সরকার গত তিনদিন কার্যত সারা দেশে হরতালের ডাক দিয়েছে। এটা যদি বিএনপি করতো তাহলে তারা বলতো হরতাল দিয়ে দেশের অর্থনীতি ধংস করে দিচ্ছে,কিন্ত এখন যে কাজটি সরকার করছে তাতে কি দেশের অর্থনীতির খুব লাভ হয়েছে?সাধারন একটা সমাবেশকে যদি এত ভয় পায় তাহলেতো সামনে তাদের আরো খবর আছে। বিরোধী দল দেশকে সামনে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এতে বিরোধী দল যতখানি দায়ী তার চেয়ে অনেক অনেক বেশী দায়ী বর্তমান সরকার। সকারের বর্তমান আচরন সামরিক সরকারের চেয়েও ভয়াবহ। এই দেশে এর আগেও এর চেয়ে বড় সমাবেশ সরকার বিরোধী আন্দোলন হয়েছে,কিন্ত কখনো দেখিনি খাবার হোটেল থাকার হোটেল সরকার বন্ধ করে দিয়েছে।

হরতালের সময়ও এগুলো খোলা থাকতো। দেশে এমনকি হয়েছে যার কারনে এই ব্যাবস্হা নিতে হয়েছে? দেশে কি বাইরের কোন শত্রু আক্রমন করেছে? জীবনে এই প্রথম দেখলাম বিরোধীদলের সমাবেশের আগে পুলিশ তাদের অস্ত্র পরীক্ষা করছে, রাজারবাগ পুলিশ লাইনের মাঠে!এই জিনিস যাদের উপর প্রয়োগ করা হবে তারাও এই দেশের নাগরিক। আর যেই দল এই সমাবেশ ডেকেছে তারা কোন নিষিদ্ধ দল নয়। তাহলে এত আয়োজন কিসের জন্য? সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে ব্যাপক নাশকতা হবে। এই গোয়েন্দাদের কাছে বিরোধী দলের সব গোপন খবর আছে কিন্ত একমাস হয়ে গেল সাগর রুনির হত্যাকারীদের কোন তথ্য তারা বের করতে পারেনি,সেই সাথে সৌদি কুটনীতি হত্যা রহস্য কি হাস্যকর কথা।

সরকার বর্তমানে যা করছে তাতে এইটুকু বোঝা যায় তাদের পায়ের নীচের মাটি বোধ হয় নরম হয়ে গেছে,এটা তাদের ব্যাবহারে বোঝা যায়। যাই হোক এখন দেখার বিষয় ওয়াজেদ মিয়ার বউ নতুন কি করে কি করে। তবে এমন কিছু করা ঠিক হবে না যাতে দেশের জনগন নতুন করে কোন বিপদে পরে। জনগন বর্তমানে দ্রব্যমূল্য সহ অন্য অনেক বিষয় পাগল প্রায় কাজেই নতুন কোন ঝামেলা জনগন চায় না। অন্তত সরকারের কাছ থেকে।

তাদের কাজ দেশকে ঠিক ভাবে পরিচালনা করা বিরোধী দলকে দমন করা তাদের কাজ নয়। এটা করতে গেলে বিপদ আসন্ন কারন বিরোধী দলও কোন ছোট দল নয়। আর এটা একুশ শতক বাকশালের শাসন এই দেশের জনগন কখনো মেনে নেবে না,এই ব্যাপারটা সরকারে মাথায় থাকা উচিৎ। আর আমারা এখনো সেই পর্যায়ে যায়নি যে কোন দলীয় সরকারের অধীনে সুস্ঠ নির্বাচন হবে এটা যে চিন্তা করে সে অবশ্যই বোকা। কাজেই যত তারাতারি সম্ভব এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকেই।

তা না হলে সামনে ভয়াবহ বিপদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.