আমাদের কথা খুঁজে নিন

   

পিডিএফে ইবুক তৈরী

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। আমরা যারা লেখালেখি করি বা ইন্টারনেটে ঘাটাঘাটি করি তারা ইবুক শব্দটার সাথে খুব পরিচিত। ইবুক সাধারনতঃ লেখা হয় পিডিএফ ফরম্যাটে। পিডিএফ এর পুরো নাম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, Portable Document Format (PDF) । আমি আজ শেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ২০০৭ ব্যবহার করে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রুপান্তর করা যায়।

নতুন লেখকেরা তৈরী করতে পারবেন তাদের স্বপ্নের ইবুক। কোন প্রকার অন-লাইন রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। পিডিএফ কিংবা এক্সপিএস হিসেবে ফাইল সেভ করতে হলে মাইক্রোসফট অফিস সিস্টেম ২০০৭ এ Publish as PDF or XPS এড ইন ইন্সটল করতে হবে। ১। Click This Link ঠিকানায় গিয়ে ৯৩৪ কেবির সফটওয়্যার টি ডাউনলোড কর।

২। ডাউনলোড করার পর SaveAsPDFandXPS.exe এর উপর ডাবল ক্লিক করে ইন্সটল কর। ৩। মাইক্রসফট ওয়ার্ড ফাইল টি ওপেন কর। ৪।

সেভ এজ বাটনের উপর কার্সর ধরলে দেখতে পাবে , সেভ এজ পিডিএফ অর এক্সপিএস। তো হয়ে গেল পিডিএফ বুক। এবার বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার তৈরী প্রথম পিডিএফ বইয়ের এক কপি আমাকে পাঠাতে ভুলবে না কিন্তু। এই লেখাটি পিডিএফে ডাউনলোড করতে চাইলে এখান থেকে নামিয়ে নিন Click This Link ।

ফেসবুকে @ http://www.facebook.com/rahaman86 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।