আমাদের কথা খুঁজে নিন

   

এটা আসলে কী?

জীবন কিন্তু একটাই ..... গত কয়েকদিন ধরে খেয়াল করছি বাহিরে একটা কিছু ডাকছে,প্রথমে ভাবছিলাম ঝিঁঝিঁ পোকা,কারণ তখন ছিল রাত,আর আমি যেখানে থাকি তার চারপাশে অনেক গাছপালা,ঘাস আছে।ঝিঁঝিঁপোকা ডাকতেই পারে,কিন্তু এরপরে সকালে উঠেও দেখি ডেকেই যাচ্ছে একটানা ,বুঝলাম এটা পোকা হতেই পারেনা,একজাতীয় পাখি।কিন্তু,কেউই সঠিক বলতে পারছেনা এটা আসলে কী? আজকে এক বন্ধুর সাথে বিকেলে হাঁটতে বের হলাম,ফুলার রোডের মোড়ে এসেও শুনি সেই একই শব্দ।শব্দটা আপনাদের বোঝাতে পারবোনা পুরোপুরি,অনেকটা "চিঁচিঁচি-চিচিচিচিচিচিচ-র-র-র-র-র-র" এভাবে একটানা ,আর ঝিঁঝিঁ পোকার সাথে কিছুটা মিল আছে। কেউ কি সঠিক বলতে পারবেন,আসলে এটা কী?  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।