আমাদের কথা খুঁজে নিন

   

মাকড়সা সাপও খায়

নিজ দেহ থেকে কয়েকগুণ বড় সাপকে জালে পেঁচিয়ে আহার হিসেবে গ্রহণ করে আফ্রিকার বিশেষ এক প্রজাতির মাকড়সা। লন্ডনের ন্যাশনাল মিউজিয়ামের মাকড়সা বিশেষজ্ঞ লিয়নলটস ডেইলি মেইলকে জানান, আফ্রিকা অঞ্চলের স্ত্রীব্রাউন বাটন মাকড়সারা তাদের দেহের চেয়ে কয়েকগুণবড় শিকারকে সহজেই তাদের জালে আটকে ফেলতে পারে। তাদের খাবার তালিকায় সাধারণত অপেক্ষাকৃত বড়আকৃতির কীটপতঙ্গ থাকলেও প্রায়ইতারা সাপকেও তাদের খাদ্যের তালিকায় যুক্তকরে। এ ধরনের মাকড়সা একটি সাপকে তাদের জালে পেঁচিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুই দিনেরও বেশি সময় নেয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি শহরের এক হোটেল রিসিপশনিস্ট তার জানালার পাশে এরকম একটি দৃশ্য দেখতে পান বলে জানান ডেইলি মেইলকে। সেখানে একটি কালো রঙের স্ত্রী ব্রাউন বাটন মাকড়সা প্রায় ১৪ সেন্টিমিটার দীর্ঘ একটি অরোরা হাউস জাতের সাপকে জালে আটকে রাখে। ব্রাউন বাটন মাকড়সা প্রায়দুই বছর বাঁচে। প্রাকৃতীকে জানতে খুব ভালো লাগে.আলহাম্দু লিল্লাহ @@@ http://bangla.bdnews.com/news/4689

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.