The vision never dies....Life's a never ending wheel! ড্রিম থিয়েটারের গান আমি শোনা শুরু করেছিলাম বেশ দেরিতে। ২-১ টা গান ছাড়া খুব একটা শোনা হত না। পরে অবশ্য, এই ব্যান্ডটাই আমার অন্যতম পছন্দের ব্যান্ড হয়ে গেলো।
আর তাদের যে গানটা আমার সবচেয়ে বেশিবার শোনা হয়েছে, সে গানটা খুব সম্ভবত Space dye vest।
যে কোন গানের ক্ষেত্রে আমি ৩ টি বিষয় খেয়াল করি- ইন্সট্রুমেন্ট, সুর এবং গানের কথা।
যেকোন একটা ভালো লাগলেই আমি সেই গান শুনি। এই গানটা প্রথম শোনার পর, ইন্সট্রুমেন্ট, সুর দুটোই ভালো লাগলো। গানের কথা খেয়াল করার পর এই গানকে নিজের ফেভারিট লিস্টে ঢুকাতে একটু ও দেরি হলো না।
এবার আসি গানের কথায়। গানটা লিখছিলেন কেভিন মুর, ড্রিম থিয়েটার ব্যান্ডের কিবোর্ডিস্ট ছিলেন।
এবং গানে কন্ঠ দিয়েছেন জেমস ল্যাব্রি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরবর্তি সময়টা একজনের মনে কি রকম প্রভাব পড়ে, তার চিন্তা-ভাবনা থেকেই মূলত এই গান। গানের কথা নিচে দিয়ে দিলাম।
---------------------------------------
Falling through pages of Martens on angels
Feeling my heart pull west
I saw the future dressed as a stranger
love in a space-dye vest
Love is an act of blood and I'm bleeding
a pool in the shape of a heart
Beauty projection in the reflection
Always the worst way to start
"But he's the sort who can't know
anyone intimately, least of all a
woman. He doesn't know what a woman
is. He wants you for a possession,
something to look at like a painting or an ivory box.
Something to own and to display. He doesn't want you to be real,
or to think or to live. He doesn't love you, but I love you.
I want you to have your own thoughts and ideas and feelings, even when
I hold you in my arms. It's our last chance... It's our last chance..."
Now that you're gone I'm trying to take it
Learning to swallow the rage
Found a new girl I think we can make it
as long as she stays on the page
This is not how I want it to end
And I'll never be open again
"...I was gonna move out...ummm...get,
get a job, get my own place, ummm,
but... I go into the mall where I
want to work and they tell me, I'm,
I was too young..."
"Some people, gave advice before,
about facing the facts, about
facing reality. And this is, this
without a doubt, is his biggest
challenge ever. He's going to have to face it.
You're gonna have to try, he's gonna to have to try and,
uh, and, and, and get some help here. I mean no one can
say they know how he feels."
"That, so they say that, in ya know
like, Houston or something, you'd
say it's a hundred and eighty degrees,
but it's a dry heat.
In Houston they say that?
Oh, maybe not. I'm all mixed up.
Dry until they hit the swimming pool."
"...I get up with the sun... Listen.
You have your own room to sleep in,
I don't care what you do. I don't
care when. That door gets locked,
that door gets locked at night by nine o'clock.
If you're not in this house by nine o'clock, then you'd better find some
place to sleep. Because you're not going to be a bum in this house.
Supper is ready..."
There's no one to take my blame
if they wanted to
There's nothing to keep me sane
and it's all the same to you
There's nowhere to set my aim
so I'm everywhere
Never come near me again
do you really think I need you
I'll never be open again, I could never be open again.
I'll never be open again, I could never be open again.
And I'll smile and I'll learn to pretend
And I'll never be open again
And I'll have no more dreams to defend
And I'll never be open again
-------------------------------------------------
কেভিন মুর নিজেই তার এই গান সম্পর্কে কিছু কথা বলেছিলেন।
তিনি হঠাৎ একটি ম্যাগাজিনের পেজে এক মডেলকে(Space dye vest নামক পোশাকে) দেখে তার প্রেমে পড়ে যান।
আবার পর মুহূর্তেই চিন্তা করেন, যাকে কখনো দেখননি, যার সাথে কখনো কথা হয়নি, কিভাবে তিনি তার প্রেমে পড়লেন!! বলা দরকার, এর কিছুদিন আগেই মাত্র তার প্রাক্তন প্রেমিকার সাথে সম্পর্ক ছেদ হয়। এই ঘটনার ফলে তিনি কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়েন এবং এমন একটা অসাধারণ গানের সৃষ্টি হয়।
গানটি ড্রিম থিয়েটারের Awake এলবামের শেষ ট্র্যাক।
শুভ রাত্রি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।