তুষার রায়; ফরেস্ট্রি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাগুন চলে যাবে চৈত্র আসবে বলে, গ্রীষ্মের তাড়নায় এই বসন্ত হারাবে। কত কিছুই না নতুন ছিল সব পাল্টে গেল, এমনকি আমিও হয়ে গেছি পুরোনো। এমনই কথা ছিল! তবু কী যেন খুঁজে ফিরি, হয়তোবা তোমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকেই। তুমি আমাকে নতুন করো কী জাদু আছে তোমার? ভালোবাসা,শুধুই ভালোবাসা, কবিতার মাঝে আমার চিরতরুণ ভালোবাসা। চিরহরিৎ ভালোলাগা। এই বর্ষপঞ্জি যাক না চলে আরেকটিতো আসছে তবে, তুমি তো আছ পাশে খুব ভালোবেসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।