আমাদের কথা খুঁজে নিন

   

হায়াতুন নবী রাসূলুল্লাহ (সা.)

স্রষ্টা, সৃষ্টি ও নিজেকে জানা । মুসলমানদের আকীদা হল- রাসূলুল্লাহ (সা.) আলমে বরযখে স্বীয় কবর মুবারকে সশশীরে জীবিত আছেন। তাইতো কোন মুসলমান দূর থেকে রাসূলুল্লাহ (সা.) এর প্রতি দরূদ ও সালাম পাঠ করলে, সেই ব্যক্তির পক্ষ থেকে তা ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ (সা.) এর নিকট পৌছানো হয় এবং তিনি তা গ্রহণ করেন। আর কেউ রওজা মুবারকের নিকট এসে সালাত ও সালাম পাঠ করলে, তা রাসূলুল্লাহ (সা.) সরাসরি গ্রহণ করেন। এ হায়াতুন নবী (সা.) এর আকীদা ইসলামের দলীল দ্বারা সুপ্রমানিত।

সহীহ- মুসলিম ২য় খন্ড, ১৭৮ পৃষ্ঠা/ সুনানু বাইহাকী হাদীস নং ১৫৮৩/ সুনান দারিমী হাসীস নং ২৭৭৪/ মুসনাদে আহমদ ৩য় খন্ড, ১৫৬ পৃষ্ঠা। এব্যাপারে জ্ঞানীদের নিকট আরও উন্নত ব্যাখ্যা আছে। এটা যারা অস্বীকার করে তারা কুরানে বর্নিত শহীদদের হায়াত সম্পর্ক অস্বীকার করল। আল্লাহতায়ালা স্বয়ং বলেন- ‘যারা আল্লাহর পথে শহীদ হয়. তোমরা তাদের মৃত বলো না; বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পার না।

‘ সূরাহ বাকারা-১৫৪। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.