আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাইভ ও ফোল্ডারের নিরাপত্তা

Windows Operating System এর কম্পিউটারে file,folder বা drive এর নিরাপত্তা আরো বাড়ানো যায় । এ জন্য য়ে ফোল্ডার বা ড্রাইভের উপর নিয়ন্ত্রন আরো বাড়াতে হবে । এ জন্য নির্দিষ্ট ফোল্ডার বা ড্রাইভের ওপর মাউসের ডান বাটন ক্লিক করুন । properties হয়ে security ট্যাবে যান । security ট্যাব না থাকলে control panel থেকে Folder Option চালু করুন ।

এখানে View ট্যাবে গিয়ে Advanced Security এর Use simple file sharing.....টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন । এবার Advanced বাটনে ক্লিক করলে Advanced Security Settings for FOLDER NAME আসবে । এখানে Permission ট্যাবের Permission entries -এ যে গ্রুপ বা ব্যবহারকারীকে আপনি ফোল্ডার বা ড্রাইভটির দেখা বা মুছে ফেলা বা অন্যান্য সুবিধা দিতে চান না, সেটি নির্বাচন করে Edit বাটনে ক্লিক করুন । এখন যে যে বিষয়ের উপর নিয়ন্ত্রন আরোপ করতে চান , সেগুলো Deny-তে টিকচিহ্ন দিন এবং OK করুন । তাহলে ঐ ব্যবহারকারী বা গ্রুপের ব্যবহারকারীরা নিয়ন্ত্রন আরোপ বিষয়গুলোর সুবিধা পাবেনা ।

আপনি যদি Full Control চেক করেন, তাহলে ড্রাইভ অথবা ফোল্ডারটি পড়তেই পারবে না । তবে যে ড্রাইভ বা ড্রাইভের ফোল্ডার নিয়ন্ত্রন করতে চান, সেটি অবশ্যই এনটিএফএস ফরম্যাটের হতে হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.