আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের একটি স্ট্যাটাস ও আমার জনপ্রিয় হওয়া

একজন শব্দ শিকারি কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিই স্ট্যাটাসটি হলো এরকমঃ অনেকের মতে দেশে কাকের সংখ্যা আর কবির সংখ্যা নাকি সমান সমান, তবে এখন হয়ত উনারা বলবেন কাকের চেয়ে কবির সংখ্যাই বেশী কারন রাস্তায় হাটলেই কবিদের সাথে দেখা হয়ে যায় কিন্তু কাকদের আর ঐভাবে দেখা মিলেনা। এখন আমার প্রশ্ন দেশে কন্ঠ শিল্পীর সংখ্যা কিসের সমান? কোন দিন গুনগুন করে বা প্রকাশ্যে গান গায়নি এমন কেউকি আছে? কিন্তু কয়জন কবিতা লেখেছেন? তাহলে কন্ঠশিল্পীদের সাথে কাক বা অন্য কোন প্রাণীর তুলনা করা হয়না কেন? সেই স্ট্যাটাস পড়েই হোক অথবা অন্য কারো কাছ থেকে শুনেই হোক আমার প্রতি কাক সম্প্রদায়ের বিরুপ ধারনা জন্মেছে, কবিদের মত সম্মানিত ব্যাক্তিদের সাথে তাদের তুলনা আর আমি কিনা সেটার বিরোধীতা করি। তাই তারা আমাকে হ্যানস্থা করার ছক আকে। বইমেলায় গিয়েছিলাম তখন এক কাক নির্ভুল নিশানায় আমাকে ঘায়েল করে। তারপর মুখ ডেকে কোন মতে সেদিন বেচে গিয়েছিলাম।

গতকাল পাবলিক লাইব্রেরীর সামনে ঘুরঘুর করছিলাম তখন এক বেরসিক কাক আমাকে টার্গেট করল তবে বেচারার নিশানা ঠিক হয়নি, বস্তুটি আমার মাথায় আঘাত না হেনে আমার গায়ে জড়ানো কাপড়ে এসে আঘাত করে। সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে আমার জন্য তাই প্রস্তুত হতে হবে কাকঃ কাক কর্ভাস গোত্রের অন্তর্গত এক ধরনের মাঝারি আকৃতির পাখি। উষ্ণমন্ডলীয় সব মহাদেশ (দক্ষিণ আমেরিকা ব্যতীত) এবং বেশ কিছু দ্বীপ অঞ্চলে কাকের বিস্তার রয়েছে। কর্ভাস গোত্রের মধ্যে প্রায় ৪০টি ভিন্ন প্রজাতির কাক দেখা যায়। কাকের উদ্ভব ঘটেছে মধ্য এশিয়ায়।

সেখান থেকে এটি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। কাকের সাধারণতঃ কালো বর্ণের হয়ে থাকে। কাককে পাখিজগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.