আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন ঢাবি

১ জুলাই । এদিন আমার জন্মদিন না তারপরও এদিনেই আমার জন্মদিন । এদিন আমার পরিচয় , অস্তিত্ব , অহংকার আর আভিজাত্যের জন্মদিন । শুধু আমার একার না এদিনে আমার মত হাজারো তুশির জন্মদিন । এদিন আমার এবং আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন ।

শুভ শুভ শুভ জন্মদিন ঢাবি । আমার প্রিয় ঢাবি ৯২ বছরে পা দিল । ৯২ বছরেও তুমি চির তরুণ । জানি বার্ধক্য তোমাকে কখনই স্পর্শ করবে না । একসময় আমার পড়ালেখার পাঠ চুকিয়ে যাবে ।

চিরচেনা ঢাবিতে আর আমার এতটা যাওয়া আসা হবে না । একসময় আমি এই পৃথিবীর সব লেনাদেনা মিটিয়ে চলে যাবো । সেদিন আমার কথা কেউ মনে রাখবে না কিন্তু আমার প্রিয় ঢাবিকে সবাই স্মরণ করবে যুগ যুগ ধরে । তার মাঝেই আমি মিশে থাকবো ......... ভালোবাসি ঢাবিকে । ভালোবাসি প্রিয় এনেক্স , টিএসসি , কলা ভবন , কার্জন হল , অপরাজেয় বাংলা , রাজু ভাস্কর্য............ ভালোবাসি ঢাবির প্রতিটি রাস্তা , প্রতিটি অলিগলি , প্রতি ইঞ্চি মাটি , প্রতিটি ধুলিকণা......... ২০২১ সালে আমার প্রিয় ঢাবি শতবর্ষে পা দিবে ।

বিধাতা , তুমি আমাকে অন্তত ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো । দেখে যেতে চাই শতবর্ষী ঢাবিকে । ধুলিকণার চেয়েও ক্ষুদ্র আমি । আমার দেওয়ার মত তেমন কোন পরিচয় নেই কিন্তু তারপরও যখন কাউকে বলি আমি ঢাবির শিক্ষার্থী তখন গর্বে আমার বুকটা ফুলে ওঠে । অন্যদের কাছ থেকে অসম্ভব রকম সমীহ পাই ।

আমি তোমার পরিচয়ে পরিচিত ঢাবি । তুমিই আমার অস্তিত্ব , তুমিই আমার পরিচয় । তোমার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ । তুমি তোমার বিশাল বুকে আমাকে ঠাঁই দিয়েছো পরম মমতায় । লাল সবুজের পতাকা আর মধুর বাংলা ভাষা পাওয়ার ক্ষেত্রে তোমার অবদান কেউ কখনো ভুলবে না ।

তুমি ভালো থেকো ঢাবি । অনেক অনেক ভালো থেকো । আবারো শুভ জন্মদিন ঢাবি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।