এক নিঃসীম অভিমানে নিজেকে ঘৃণা করে বড় প্রয়োজন বোধে নিজেকে আড়াল করেছি । তুমি যদি চাও তবে দ্যাখা দিতে পারি কথা দাও- তুমি শুধু অবাক হবে না ! বড় ভয় পেয়ে , সাবধানে বসে আছি আঁধারে ভরহীন আলো আর সইতে পারি না । তুমি যদি চাও তবে অভীক হৃদয় নিয়ে জগতের মাঝে গিয়ে একবার উঁকি দেবো .....................তুমি কাউকে বলনা । কত অস্থির উচাটনে হৃদয়ে উচ্চাসনে নিজেকে শুধরে দেয়ার সাধনায় মেতেছি তবে তারই মাঝে একবার ,আনমনা অভিনয়ে তোমাতে দৃষ্টি ফেলে যাব - যদি তুমি চাও । তবে কথা দাও তাই দেখে বেশি কিছু ভেবে নেবে না !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।