আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমালো জনকন্ঠ গেল কই

জামাত শিবির রাস্তায় মিছিল বার করলে সেই মিছিল হয় জঙ্গি মিছিল। আর আলীগের মিছিল কি মিছিল হয়! জামাত শিবির মিছিল বার করলে রাস্তায় জ্যাম হয় জনগনের দুর্ভোগ হয়। আর আলীগের মিছিলে জ্যাম হয় না! পুলিশ ভাইরা ঝাপায় পড়ে, কাদানে গ্যাস ছোড়ে, রবার বুলেট মারে, লাঠিপেটা করে, কখনো কখনো মানুষ মাইরা ফেলায়, কারণ জনগণের দুর্ভোগ হইতাছে। তা আলীগের মিছিলে জনগনের দুর্ভোগ হয় না? কিছু কিছু মিডিয়া সাংবাদিক মাইক হাতে জামাত শিবিরের মিছিল দেখলে কয় জঙ্গি মিছিল। তারা আলীগের মিছিল দেইখা কি কইতাছে? আসলে এই সব অপশক্তি এদেশের শত্রু।

কারণ মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য এদশেটা ১৯৪৭ সালে স্বাধীন হইছিল, সেই আত্মপরিচয় ভুলাইয়া এরা এদেশটারে অখন্ড ভারতে ফিরাইয়া লইতে চায়। তার জন্য প্রথমে দরকার মুসলিম শক্তিকে জঙ্গি, সাম্প্রদায়িক, মৌলবাদী কইয়া ধংস করা। হ্যাগো ধংস করতে পারলে প্রমাণ করা যাইবো এদেশে আর মুসলমান নাই, তাই এদেশের স্বাধীন থাকারও কোন মানে নাই। মনে হয় ঠিকই আছে। কারণ সত্যিকার অর্থে বাংলাদেশের মুসলমানরা এখন তেজ বীর্যহীন হইয়া গেছে।

তাদের আর স্বাধীন থাকার অধিকার নাই, যোগ্যতাও নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।