আমাদের কথা খুঁজে নিন

   

এই মিথ্যুক “মেঘদূত নামক” ব্লগার কে চিনে রাখুন... যে প্রাইভেট ভার্সিটি সম্পর্কে মিথ্যাচার করে ব্লগে হিট কামাতে চায়।

এই ব্লগার কে চিনে রাখুন ব্লগার মেঘদূত ইনি নাকি আমাদের দেশের গর্ব এবং সর্বচ্য বিদ্যাপীঠ বুয়েটের একজন ছাত্র। সে ব্লগে প্রাইভেট ভার্সিটি নিয়ে যে মিথ্যাচার আর চাপাবাজি করছে তা কখনো কোনও শিক্ষিত ভদ্রলোক করতে পারেনা। প্রাইভেট ভার্সিটি সম্পর্কে উল্টা পাল্টা কথা লিখে ব্লগে হিট কামাইতে চাচ্ছে। তার আগের পোস্ট তার এই পোস্টে আমার মন্ত্যবের বিপরীতে সে লিখেছে সে নাকি আহসানুল্লাহ ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলো। তার আগে সে অন্যদের মন্তব্যের বিপরীতে লিখেছিল যে, সে নাকি দেশের অনেক প্রাইভেট ভার্সিটি তে ভর্তি পরীক্ষা দিয়েছে এবং এসব ভার্সিটি এবং ওখানকার ছাত্র-ছাত্রীদের মান তার খুব ভালো জানা আছে।

আহসানুল্লাহ ভার্সিটিতেতো ভর্তি পরীক্ষাই হয়না। সে কিভাবে এখানে admission test দিলো? হতে পারে আমাদের দেশের বেশিরভাগ প্রাইভেট ভার্সিটির পড়ালেখার মান অতো ভালো না। কিন্তু প্রথম সারির কয়েকটি ভার্সিটি তো অনেক ভালো । তাই বলে ঢালাও ভাবে “সব ভার্সিটি খারাপ, শুধু সার্টিফিকেটের জন্য ,যেসব ছাত্র ছাত্রীদের কোন যোগ্যতা নেই তারা এসব প্রাইভেট ভার্সিটি তে পড়ে ” তাতো বলা ঠিক না। সে তার পোষ্টে বলেছে “Private Varsity গুলো তো পারলে কুকুরের গলায়ও সারটিফিকেট ঝুলাতে কুণ্ঠাবোধ করেনা।

” দিপা সরকার নামক জনৈক ছাত্রী প্রথম আলোতে “যেকোনো প্রতিযোগিতামূলক বেসরকারি ও সরকারি চাকরির ক্ষেত্রে একজন প্রার্থীর মেধাকে মূল্যায়ন করা উচিত নিরপেক্ষভাবে” বলে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লিখলে তিনি(এই ব্লগার) তাকে ছাগল বলে গালি দিয়ে এই পোস্টটি ব্লগে দেয়। তার এসব বক্ত্যবের প্রতিবাদ করলে সে সবাইকে ভদ্রতাবোধ শেখাচ্ছে। যে নিজে অপরিচিত একজনকে ছাগল বলে গালি দেয়, মিথ্যা কথা, মিথ্যা যুক্তি দিয়ে নিজের বক্তব্য প্রমান করতে চায় সে কিভাবে অন্যদের ভদ্রতাবোধ শেখায়? সে যেভাবে পোস্ট দিয়েছে এবং একেকজনকে answer দিচ্ছে তা বুয়েটের মতো দেশের সর্বচ্য বিদ্যাপীঠে পড়া একজন ছাত্রের কাছ থেকে কাম্য নয়। বুয়েটের সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রীদের প্রতি আমার অনুরোধ, আপনারা তার এই পোস্টটি পুরোটা পড়ে আপনাদের এই ভাইকে একটু গ্যান দান করেন। সে যে উদ্দেশে যেভাবে সবাইকে মন্তব্য করছে তাতে তার নিজের তো বটেই, আপনাদের বুয়েটেরও সুনাম ক্ষুন্য করছে।

একজন ব্লগার কে নিয়ে এই ধরনের পোস্ট দেয়ার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। বেসরকারি বিশ্যবিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই লেখা পড়ে পোস্ট না দিয়ে থাকতে পারলাম না। বানান ভূল হলে ক্ষমা করবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।