আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে আপনিও হয়ে যান হিটম্যান। হিট হিট আর হিট।আপনার ব্লগে থাকবে এখন খালি হিটের ছড়াছড়ি

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা আর কতদিন অন্যের চড়কায় তেল দিবেন? এবার নিজের চড়কায় নিজেই তেল দেন আপনি কি নিজের পোষ্টে হিট নিয়ে চিন্তিত? ভাল লেখেন কিন্তু কেউ পড়ে না তাই হিট হয়না? পোষ্ট হিট না হলে লেখার উৎসাহ কমে যায়? অন্যের পোষ্টে হিট দেখলে গা জ্বলে? হিট বেঁচে আপনি সংসার চালান? উপরের যেকোনো একটি প্রশ্নের উত্তর যদি 'হ্যা' হয় তাহলে এই পোষ্ট আপনার জন্যই এসে গেছে সবচেয়ে কার্যকরী ও গ্যারান্টেড হিট ম্যাশিন, যাতে আপনি আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবেন হিট ব্লগার অন্যের ব্লগে হিট, কমেন্ট তো অনেক দিয়েছেন, কিন্তু কি লাভ অন্যকে হিট দিয়ে যদি হিটের অভাবে আপনার বাসায় ভাত না জোটে? এখন থেকে নিজের চড়কায় নিজেই তেল দিন। ↓ ↓ ↓ ↓ কি বুঝতে পারলেন না? এখন খালি মুখ ফুটে বলেন আপনি ক্রোম নাকি মজিলা ইউজ করেন। আপনাকে আমি দেখিয়ে দিবো কি করে হিট পেতে হয়, নিজের ব্লগের হিট বাড়ানো যায়। শেষে আপনার এত এত এত হিট থাকবে যে সবাই আপনাকে “হিটম্যান” নামে ডাকা শুরু করবে, গায়ে থেকে বের হতে থাকবে খালি হিট আর হিট। হলিউডের কোন পরিচালক আপনাকে দিয়ে সুপার ন্যাচারাল মুভিও বানিয়ে ফেলতে পারেন।

তো চলুন দেখি কি করে পানি হিটম্যান (মেয়ে হইলে হিটউম্যান) হতে পারবেন। ক্রোম হলে আপনি এটা ইন্সটল করে নিন। তার পড়ে রিফ্রেশ টাইম সেট করে দিন ১০ ( আপনার ইচ্ছে মত। র‍্যান্ডম ১০-৩০ এর মাঝে ভালো হয়। আমি অন্নের ব্লগে ট্রাই করছি ।

এইবার নাকে তেল দিয়ে ঘুমাতে যান। ঘুম থেকে উঠে দেখবেন আপনার গা থেকে বের হচ্ছে খালি হিট আর হিট। আপনি পুরা হিটম্যান আর মজিলা হলে এইটা ইন্সটল করেন। মজিলা রিস্টার্ট মারেন। তার পড়ে পোস্টের যে কোন স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে টাইম সেট করে দিন।

যান আবারো নাকে তেল দিয়া ঘুমান। হ্যাপি হিটিং ব্লগের আইডিয়া আর লেখা চেনা চেনা লাগে? হ্যা আপনি ঠিক ধরছেন। এইটা এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা্র ব্লগ থেকে লেখা গুলো নেয়া। তার পদ্ধতি পুরান হইয়া গেছে। ওই পদ্ধতিতে হিট কামাইতে গেলে আপনার হিটম্যান হওয়ার চাইতে এখন সাধুম্যান হতে মন চাইবে।

তাই পোস্ট টাকে একটু আপডেট করে দিলাম। যদিও আমার মাথাতে এই আইডিয়াটা আসছিল( কার আগে আসছিল জানি না) কিন্তু দিমু দিমু করে একদিন দেখি উনি দিয়া ফালাইছে। আসা করি উনার পোস্ট আমি আপডেড করে দিলাম এতে উনি মাইন্ড খাইবেনা। কারন এতে অনেক ব্লগার হিট না পাওয়ার কষ্ট থেকে বেচে যাবে আর ওই পদ্ধতিতে হিট কামাইতে গিয়া বিরক্ত হইয়া মনে মনে তারে গালিও দিবো না। দেখা যাচ্ছে আমি তার উপকারি কইরা দিলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।