আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববাসিদের জানাতে হবে...... আমাদের নদীগুলো বাঁচান

জন্মতো নিলাম দেখি কবে মরতে পারি বাংলাদেশে গেলো ডিসেম্বরে নতুন হুজুগ শুরু হয়েছিল যে...... “আসেন আমরা সবাই মিলে এই পুরো ডিসেম্বর মাস জুড়ে ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করে বাংলাদেশের পতাকার ছবি রাখি, বিশ্বকে দেখিয়ে দেই... আমাদের একতা কত মজবুত”। সন্দেহ নাই এটা ভালো উদ্যোগ ছিল কিন্তু আমার মতে... স্বাধীনতা যা পাবার পেয়ে গেছি, এটা শো-ডাউন করার জিনিস না । কোথায় যেন শুনে ছিলাম স্বাধীনতা পাবার চেয়ে রক্ষা করা অনেক কঠিন... আজ আমাদের দেশের স্বাধীনতা কোথায়... বিশ্ব আইন অনুযায়ী বলা আছে যে, কোন নদীতে বাধ দিতে হলে, দেখতে হবে প্রতিবেশী রাষ্ট্রের কোন নদীর উপর তার কোন কু-প্রভাব পরে কিনা যদি পরে তাহলে সেই বাধ নির্মাণ করা যাবে না...... অথচ আজ আমরা কি দেখছি, আমরা স্বাধীন দেশ কিন্তু আমাদের মতের উপেক্ষা করে ভারত টিপাইমুখে বাধ নির্মাণ করছে যা কিনা সম্পূর্ণ আইন বহির্ভূত... এবং তা নির্মাণ করলে আমাদের নদী সমূহের অস্তিত্ব অনেকটাই হুমকির মুখে পরবে, তাইতো বলছি আজ আমাদের স্বাধীনতা হরন হয়েছে... সময় হয়েছে আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনার। সময়... আর একটি বিজয় ছিনিয়ে আনার। আর এ জন্য সমগ্র বিশ্ববাসিদের জানাতে হবে যে আমাদের নদীগুলো বাঁচান। আমরা নদীমাত্রিক দেশ... নদী আমাদের মা, নদী না বাঁচলে আমরাও বাঁচাব না। আমাদের বিজয় ছিনিয়ে আনার জন্য দল মত নির্বিশেষে আমারা যারা ফেসবুক ব্যবহার করি তারা প্রোফাইল পিকচার চেঞ্জ করে যদি “Stop Tipai Mukh Dam” রাখি.... আর বিশ্ববাসীদের জানিয়ে দেই আমাদের প্রতি কি অবিচার করা হচ্ছে। বন্ধুদের ফেসবুক প্রোফাইলে আমার এ লেখাটি শেয়ার করুন। Zammy Al Mamun

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.