আমাদের কথা খুঁজে নিন

   

জীলান সূর্যের হাতছানি-ফররুখ আহমদ।

সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে। দুর্গম বন্ধুর পথে জীলান সূর্যের হাতছানি.... পরিপূর্ণ সেই সূর্য ‘ক্রমাগত ডাকে আর ডাকে... কাফেলার পথ ছেড়ে যে ফেরে তিমির-দুর্বিপাকে জীলান সূর্যের রশ্মি তার চোখে দাও আজ আনি। এ নিরন্ধ্র শর্বরীর অন্ধকারে তীব্র দ্যুতি হানি তমিস্রা-বিমুক্ত নভে জাগাও নূতন সূর্যোদয়। বলিষ্ঠ সিংহের মত শক্তিমান, একান্ত নির্ভয় জীলান সূর্যের রশ্মি যাক আজ খররশ্মি দানি’। তিমির-পন্থীর দেশে, প্রবৃত্তি-বিজিত মৃত দেশে এনে দাও সুপ্রবল প্রাণ বহ্নি জীলান সূর্যের, সত্যের আলোক শিখা এ মৃত কলুষ রাত্রিশেষে আবার জাগায়ে দাও; দেখে যাও সব আকাশের সব সমুদ্রের তরে পূর্ণতার অন্তহীন পথ; প্রতি ধূলি কণিকায় পূর্ণতার প্রচ্ছন্ন পর্বত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.