আইজ থিকা চ্যানেল নাইনে শুরু হইতেছে নতুন অনুষ্ঠান 'কবির লড়াই'। প্রতি রবিবার রাত সাড়ে ৯টায় দেখানো হবে অনুষ্ঠানটা। বাংলার জনপ্রিয় পালা ও কবিগানভিত্তিক ধারাবাহিক এই সংগীতানুষ্ঠানে থাকতেছে জীব-পরম, শরিয়ত-মারেফত, সাকার-নিরাকার, রাধা-কৃষ্ণ, গুরু-শিষ্য, শহর-পল্লী, নুরতত্ব-আদম তত্ত্বসহ বেশ কিছু পালা ও কবিগান। অনুষ্ঠানটার জন্যে গবেষণা ও উপস্থাপনা করছি আমি নিজে। প্রযোজনায় রুহুল তাপস। অনুষ্ঠানে অংশ নিছেন শাহ আলম সরকার, আবুল সরকার, মালেক সরকার, অধ্যক্ষ রওশন আলী, সুনীল কর্মকার, সন্ধ্যা রানী, নীলা পাগলি, আকলিমা সরকার, লতিফ সরকার, রজ্জব দেওয়ান, সদানন্দ সরকার, সঞ্জয় সরকার, শংকর দাস, পাখি সরকার, লিপি সরকার, বিজয় দেওয়ানসহ দেশের জনপ্রিয় শিল্পী ও বাদ্যযন্ত্রীরা। অনুষ্ঠানের দৈর্ঘ্য ৪৫ মিনিট। সম্প্রতি ২৬ পর্বের শুটিং সমাপ্ত হ্ইছে। দুইজন কবি বা কবিয়ালের মধ্যে গানে-ছন্দে কোন বিষয় নিয়ে তর্ক ও পর্যালোচনার এই বৈশিষ্ট্য একমাত্র বাংলাগানেই পাওয়া যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।