আমাদের কথা খুঁজে নিন

   

মারেফতের বাণী--- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

কিছু প্রশ্নের উত্তর কিছু জিজ্ঞাসা। প্রয়োজন প্রতিজনের। খুজে পাওয়া যাবে মারেফতের বাণী বইটিতে। বইটি লিখেছেন --- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী। শুরু যার আছে শেষও তার পিছে শেষ হওয়ার আগে শুরুকে করেত হবে মিছে।

বৃক্ষ যেমন শিকড় দিয়ে আক্রে ধরে মাটি দেহ ঘরে আক্রে রইলো মোর দুষ্ট ছ`ছটি। ইবলিশ, শয়তান, মরদুদ আর খান্নাস। জানা যাবে গু= অন্ধকার রু= আলো। নাসুত/মালকুত/জবরুত/লাহুত। কোন মোকামে কে বিরাজ করে।

মোরাকাবা কি মোশাহাদাই বা কি। পরিষ্কার হয়ে যাবে- "কুল্লু নাফসিন যায়ে কাতুল মৌত" প্রতিটি নফসের মরন হবে, মরন হবেনা আত্মার। ভুল ভেঙ্গে যাবে সামাজে প্রচলিত বাক্যটির। মৃত লোকের রূহের মাগফিরাত না নফসের মাগফিরাত। না, রূহ নয়।

রূহ তথা আত্মা অমর। যে মৃত্যুর স্বাদ গ্রহন করেনা তার আবার মাগফিরাত কি। জানা যাবে শয়তানের বাসস্থানের কথা। শয়তান বাস করে এক মাত্র দুটি স্থানে ১. জিনের অন্তর ২. মানুষের অন্তর। বাণী- "সাধু সাজা যত সহজ, সাধু হওয়াটি ততটুকু কঠিন।

" মানুষের অস্তিত্ব চারটি দরজার মতো- আব (পানি), আতশ (আগুন), খাক (মাটি) এবং বাদ (বাতাস) আরেকটি বাণী- "যে বেহেস্ত বানিয়েছ ওটা মোল্লাদেরকে দিয়ে দাও কিন্তু আমি তোমার রহস্যের মাঝে ডুবে যেতে চাই"। ---- আল্লামা ইকবাল। ডাউনলোড--- মারেফতের বাণী আরো জানতে চাইলে এখানে আসুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.