জন্মতো নিলাম দেখি কবে মরতে পারি তোমার কথায় কেনা হয়ে গেছে চাল, ডাল, নুন ও চুলা এখন বলছো করবে না বিয়ে! ঝুলিয়েছো তবে মূলা! এক বাড়িতেই, আমি নিচে তুমি উপর তলায় কেমন করে প্রেমের মালা, পরাই তোমার গলায়! ভালোবাসি বলে ব্যাথা দিয়ে যাও, প্রতিদিন ব্যাথা পাই সারাক্ষণ ভাবি এই ব্যাথা নিয়ে কার কাছে কবে যাই, ডাক্তারি উপদেশ শুনে আমি তোমার কাছেই আসি ব্যাথা পেতে আর ব্যাথাটা সারাতে, তোমাকেই ভালোবাসি। প্রয়োজন নেই নূপুর তোমার, রিনিঝিনি করা চুড়ি এসব ছাড়াই আমি ভ্যাগাবন্ড তোমার পিছে ঘুরি। তোমার চোখে আমি কিছু নই...... অকর্মার ঢেকি একদিন ঠিক ঘাবড়ে যাবে, বলবে হায়রে একি জানতো ঢেকিও স্বর্গেতে যায়, একদিন আমিও যাবো তাই বলি প্রিয়া কাছাকাছি থাকো, ভবিষ্যৎটা ভাবো। আমার জীবনে প্রথম প্রেমতো, তাই আমি খুব কাঁচা আমি চিঠি লিখি, কী করে জানি না পেয়ে যায় সেটা চাচা। প্রিয়তমা তুমি আমার কাছে কতো আপন না জেনেও যাচ্ছো করে দিব্যি যাপন জানতে যদি টের পেতে ঠিক ভালোবাসার কাঁপন। কল করলেই কল রেখে দাও, কণ্ঠ আমার বাজে! আবৃতি কোর্স করা বলো আমার এখন সাঁজে? হাতে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে ভালোবাসার ফুল ভালোবাসার পদ্ধতি খুঁজে উঠছে মাথার চুল তোমার পেছনে রেস দেয়া বুঝি জীবনের বড় ভুল! ভরিয়ে দিচ্ছি ভালবাসা আর ভরিয়ে দিচ্ছি গিফটে বিনিময়ে কিছু দিচ্ছো না তুমি, তুমিতো ভীষণ কিপটে! তোমায় পেয়েও হয়নি পাওয়া পরিবেশের চাপে ঠিক করেছি “ হায় আফসোস” লিখবো এপিটাফে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।