আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশি জনশক্তির ব্র্যান্ডিং করার তাগিদ

প্রচুর বাংলাদেশি নিজ দেশের বাইরে থাকেন। তাঁদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। কিন্তু এ ক্ষেত্রে আরও সম্ভাবনা আছে। এ জন্য বাংলাদেশি জনশক্তির ব্র্যান্ডিং করা দরকার বলে অভিমত দিয়েছেন বিপণনশাস্ত্রের গুরু ফিলিপ কটলার। বিশ্ব বিপণন সম্মেলনে ‘একটি উদীয়মান দেশের প্রত্যাশা ও বাস্তবতায় ব্যবধান’ শীর্ষক প্যানেল আলোচনায় ফিলিপ কটলার এসব কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বিপণন সম্মেলনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্ল্ড মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি হারমাওয়ান কার্টাজেয়া, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ডন ই শুলজ, গ্লাসগো ইউনিভার্সিটির বিজনেস স্কুলের মার্কেটিং বিভাগের প্রধান লুইজ মাউন্টিনো প্রমুখ। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কলোগ স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ফিলিপ কটলার আরও বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিপণনকে উদ্বুদ্ধ করা দরকার। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা প্রণয়ন করা হয় না। এ জন্য সরকারকেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

’ কটলার বলেন, বাংলাদেশের অনেক মানুষ। সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারায় সমস্যাও বেশি। কিন্তু এই মানুষকেই যদি দেশের বাইরে পাঠিয়ে চাকরি দেওয়া যায়, তখন তাদের পাঠানো অর্থেই পরিবারগুলো সচল থাকবে; দেশ এগিয়ে যাবে। জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে খাদ্য উৎপাদন বেড়েছে তিন গুণ।

আমরা সঠিক পথেই আছি। সরকার রূপকল্প (ভিশন) ২০২১ বাস্তবায়নে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে অনেক পদক্ষেপ নিয়েছে। ’ হারমাওয়ান কার্টাজেয়া বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অবস্থার দিকে মনোযোগী হতে হবে। কার্টাজেয়া প্রত্যাশার চেয়ে বাস্তবতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা ও ইউরোপের অর্থনীতি এখন বিপর্যয়ের মুখে। উদীয়মান দেশগুলোকে এই সুযোগ কাজে লাগাতে হবে।

এ জন্য বিপণনের দিকে বিশেষ নজর দিতে হবে। এই প্যানেল আলোচনাটি পরিচালনা করেন মামুন রশীদ। অন্যদিকে একটি টেকসই বিপণন-পদ্ধতি গঠন শীর্ষক আরেক প্যানেল পরিচালনা করেন এরি বিজনেস স্কুল মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। (copied) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.