আমাদের কথা খুঁজে নিন

   

**রোদেলার ভালবাসা**

গত বছর ২০১১ এর ১৪ ই ফেব্রুয়ারির আগের দিন রাতুল আমাকে ফোন দিয়ে বলল কিরে কালকে বের হবি না ? আমি বললাম আমার জ্বর আসছে , জ্বর কমলে বের হব । রাতে Napa খেয়ে শুয়ে পড়লাম , সেই পুরনো অভ্যাস কানে head phone দিয়ে ঘুমালাম। সকাল ৯ টায় ঘুম থেকে উঠে দেখি বাহ জ্বর কমে গেছে আর head phone তখনও আমার কানে। লাল টকটকে একটা পাঞ্জাবি পড়ে বের হলাম । রাতুল , মামুন আর পিয়াস ছিল ধানমণ্ডি লেকের Nescafe তে ।

গিয়ে দেখলাম রাতুল Don এর মত ভাব নিয়ে সিগারেট টানছে , মামুন আর পিয়াস হাতে লাল গোলাপ নিয়ে বসে আছে। টিনের চালে কাক আর আমি তো পুরাই অবাক!! শালারা Gf বানাই ফালাইসে একদিনের মধ্যে !! গিয়ে বললাম কিরে ভাবিরা কই ? মামুন আর পিয়াস মনে হল আকাশ থেকে পড়ল । পিয়াস বলল- ঐ শালা বউ পামু কই থিকা ? মামুন বলল – এই দুনিয়ায় যেই মেয়েরে জিগাই সেই eangage আর যেই পোলারে জিগাই সেই বলে আমি Single । কি করুম ক ... এইবার Don রাতুল মুখ খুলল- দোস্ত ব্যাচেলর life খারাপ না ... আমি বললাম তা তোরা গোলাপ পাইলি কই? মামুন বলল- অনেক গুলো ছেলে- মেয়ে আজকে সবাইকে তাজা গোলাপ দিচ্ছে। যার ভাল লাগছে সে কিনছে ,আর সেই ফুল বিক্রির টাকা তারা গরিব মানুষদেরকে দিবে ।

তাই কিনলাম আমরা । কি আর করুম গোলাপ মেসে নিয়ে যামু ,টাকা কি গাছে ধরে যে নষ্ট করুম !! আমি রাতুল কে বললাম- কিরে Don তুই কেন কিনলি না তোর জাংলি বিল্লির জন্য ?? রাতুল হাসে আর আমাকে বলে আমার তো জাংলি বিল্লি আছে আর তোর তো কেউ নাই আর তুই ভুলেও গোলাপ কিনিস না আর কিন্না কি করবি ? যদিও তোর তো ফুল কিনতে ভাল লাগে না। আমি বললাম – হারামি খোঁচা মারস কেন ? দোস্ত কোন দিন কারো জন্য ফুল কিনে নাই... specially Rose...টকটকে লাল গোলাপ। সত্যি বলতে কারো জন্য কেনার সৌভাগ্য এখন হয় নাই... তাই কিনতে পছন্দ করি না । এই কথা বলতে না বলতেই মামুন বলে দোস্ত দেখ গোলাপ আসতেছে তোর দিকে ... ঘুরে দেখি একটা লাল t-shirtআর জিন্স পড়া অনেক Sweet একটা মেয়ে আমার দিকে একটা গোলাপ নিয়ে আসতেছে ।

কাছে এসে বলল x-cuse me ভাইয়া plz গোলাপটা নিন । আমি গোলাপটা হাতে নিলাম । মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনারা আজকে সবাইকে গোলাপ দিচ্ছেন কেন ? মেয়েটা বলল – আমরা ভালবাসার এইদিনে শুধু নিজেদের ভালবাসা নিয়ে Busy থাকি ,নিজেদের জন্য অনেক টাকা-পয়সা নষ্ট করি কিন্তু গরিব মানুষদের কথা তো আমরা একবারও ভাবি না। শুধু নিজেদের মধ্যে ভালবাসা সীমাবদ্ধ না রেখে সবার সাথে ভাগাভাগি করে নেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় , Buet আর ইডেনের কিছু Frnd মিলে আমরা আজকে সবাইকে তাজা গোলাপ দিচ্ছে আর এখান থেকে যেই টাকা পাব তা আমরা অসহায় মানুষদের মাঝে দিব । আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ছিলাম।

ও অনেক সুন্দর করে আর Feel দিয়ে কথাগুল আমাকে বলছিল। - তা ফুলের জন্য কত দিতে হবে ? ও বলল -আপনার যা ইচ্ছা আমি তাকে গোলাপের জন্য ১০০ টাকা দিলাম, সে সুন্দর একটা হাসি দিল - thanx , ভালবাসার দিনটা ভালবাসার মানুষের সাথে সুন্দর কাটুক । ও চলে যাচ্ছিলো - আপনার নামটা জানতে পারি ? -রোদেলা... রোদেলা রাত্রি... thanx… ও চলে গেলে... এই কথা শুনে মামুন,পিয়াস আমাকে বলল -শালা আমরা কইলে আমাগো তো কিছু খাওয়াও না আর মাইয়া একটা হাসি দিয়া গোলাপ দিল আর তুমি ১০০ টাকা দিয়া দিলা , রোমিও সাজো তাই না রোমিও !!! আবার নাম জিগাও... “রোদেলা” [ তখনও কি জানতাম এই মেয়েটাই আমার জীবনের সব বৃষ্টি ভেজা পথগুলো তার রোদের আলোয় রোদেলা করে দিবে ...] কি আর করা হারামি দোস্তগুলারে বাধ্য হয়ে আমি ট্রিট দিলাম । এই ঘটনা ঘটে যাবার পর একদিন বৃষ্টির মধ্যে রিক্সায় করে আজিমপুরে যাচ্ছি ফুপুর বাসায়। ফুপাত ভাইয়ের কাছ থেকে Movie আনতে ।

আজিম্পুর কলোনিতে থাকে ফুপু। নিউমার্কেট এরিয়া ক্রস করে যেই ইডেন কলেজের সামনে দিয়ে যাচ্ছি দেখি অনেকগুল মেয়ে একসাথে বৃষ্টির মধ্যে ভিজে গোলাপ কিনছে। ভাবলাম একটু ফাইজলামি করি। রিক্সাওয়ালা কে বললাম ভাই ওদের কাছ দিয়ে আস্তে আস্তে যান , যা বলা তাই কাজ করল রিক্সাওয়ালা। যেই ওদের কাছে গিয়ে কিছু একটা বলতে যাব তখনি একটা মেয়ে বলে উঠলো এই কেউ আমার ফুলে হাত দিবি না, এইটা অনেক joss ।

এবারও আমি অবাক আরে এ দেখি রোদেলা !! সাহস করে ওর নাম ধরে ডাক দিলাম। এবার ওর সব বান্ধবীরা অবাক হয়ে আমার রিক্সার দিকে তাকিয়ে ছিল । ও ভিড়ের মধ্যে থেকে মাথা বের করে বলল -আরে আপনি !! আমি রিক্সা থেকে নেমে বললাম আমাকে চিনসেন? -হ্যাঁ, লাল গোলাপ লাল গোলাপ !!!! আমি লাল গোলাপ না ! ARiyan আমার নাম Ariyan । -Sorry !! নাম তো জানি না,ঐ যে Valentine Day তে আপনি লাল গোলাপ কিনলেন তাই বললাম , তা আপনি কেমন আছেন? ভাল, আপনি ? -এইতো এখন যেমন দেখছেন তেমনি সবসময় থাকি অনেক প্রানবন্ত আর হাসি-খুসি তাই না ...আপনি কি ইডেনে পড়েন? -হ্যাঁ, কোন Subject এ? -Chemistry ভাল... আপনি কোন year এ পড়েন ? -First year …তা আপনি এইখানে , যাচ্ছেন কোথাও? হ্যাঁ ফুপুর বাসায় Movie আনতে, -সারাদিন বুঝি movie দেখেন তাই না !! না ...তবে দেখি, অনেক movie দেখি -ও Sorry Sorry !! আপনি কোথায় পড়েন তা তো জানা হল না ... আমি ASIA PACIFIC এ CSE তে পড়ি -তা মশাই কোন Semister ?? (একটা হাসি দিয়ে আর একটু দুষ্টু ভাবে) 4th Semister এতো গুলো কথা আমারা দুইজন Anjana-Anjani বৃষ্টির মধ্যে ভিজেই বলছিলাম। হটাত কি যেন মনে হল আর ওকে বললাম আমরা কি বৃষ্টিতে ভিজেই কথা বলব ।

সবাই মিলে কোথাও বসে চা অথবা কফি খাই ... -না ...আজকে না... আরেকদিন। ওর বান্ধবীগুলো এইবার আর অবাক না হয়ে বলল হ্যাঁ ভাইয়া চলেন সবাই মিলে গরম গরম কফি খাওয়া যাক । একটা রেস্তোরাতে গিয়ে সবাই বসলাম। কফি খাওয়ার পর যখন ওরা চলে যাবে তখন আর একবার সাহস করে বললাম রোদেলা , আপনার Fb ID টা দেয়া যাবে ?? ও ওর ID টা দিল আর বলল -আপনাকে আমার ID টা দিতাম না কিন্তু আপনার রোদেলা বলে ডাকার Style টা আমার ভাল লাগসে তাই দিলাম। রাতে বাসায় আসার পর যখন ফেবুতে বসলাম তখন তাকে Friend Req পাঠালাম আর একটা msg দিলাম... “ লাল গোলাপ...... ARiyan” পরদিন দেখি ও সেটা Xcpt করছে... আর একটা msg “ কেমন আছেন ?” তারপর তাকে রিপ্লাই দিলাম...এভাবে আমাদের মাঝে কথা চলছিল।

প্রায় কথা হত আমাদের । ও রাত ১০ টায় আসতো ফেবুতে... ওর বাবা নাকি ওকে বকা দিত PC এর সামনে বসলে, তাই যখন আঙ্কেল ঘুমিয়ে পরত তখন ও আসতো। আমরা অনেক্ষন কথা বলতাম প্রায় রাত ২-৩ টা পর্যন্ত । অনেক দিন ধরে কথা বলতেছিলাম আমরা । এক সময় আপনি থেকে তুমি... তারপর আরও একবার দেখা করলাম আমরা সেই ইডেনের সামনে ... ও অনেক লাল গোলাপ পছন্দ করত আর আমি অতটা করতাম না... ও একসময় বুঝে গেল এই ব্যাপারটা ।

আমাকে ও প্রায় বলত তুমি দেখতে অনেক বাচ্চা বাচ্চা , Cute বাচ্চা ... দাঁড়ি রাখ তাহলে ভাল আর একটু বয়স্ক বয়স্ক লাগবে । ওর আর আমার মাঝে অনেক মিল খুঁজে পেলাম ... তারপর ভাল লাগা... কিন্তু ও আমার সাথে দেখা করতে চাইত না , ও কেন জানি বারবার বলত “আমি জীবনে কোন ভুল করতে চাই না...” একটা মজার বিষয় কি এতো কিছু ঘটে গেল তাও কিন্তু আমি ওর মোবাইল num জানি না ... অনেকবার চাইছি কিন্তু সে দিতে চাইত না। পরে আমিও জোর করতাম না । একসময় বুঝলাম আমি ওকে ভালবাসতে শুরু করেছি । এবার আর সাহস পাচ্ছি না এই কথাটা বলার-“আমি তোমাকে ভালবেসে ফেলেছি”... যদি সে না করে দেয় ।

মাঝে আমি হটাত অনেক অসুস্থ হয়ে পরলাম । আমার অনেক জ্বর আর ঠাণ্ডাতে নিউমোনিয়া হয়ে গেল। হসপিটালে ভর্তি ছিলাম তাই PC –র সামনে অনেকদিন বসতে পারছিলাম না আর ফেবুতেও ওর সাথে Contact করতে পারছিলাম না । রোদেলার সাথে কথা বলতে না পেরে আমার অনেক খারাপ লাগছিল ... হটাত একদিন রাতে একটা Unknown num থেকে call আসলো হ্যালো -তোমার কি হইছে , আর তোমার সমস্যা কি Facebook এ আসো না কেন ? আমি তোমাকে কতগুল msg দিছি সেগুলর reply দিলা না কেন? Sorry আপনি কে? -আমি কে মানে ? আমি তোমার রোদেলা । [এইবার আবারো টিনের চালে সত্যি সত্যি কাক আমি পুরাই অবাক] আমার রোদেলা মানে ??!! তুমি আমার num কোথা থেকে পেলে? -তোমার Fb ID থেকে নিছি... তোমার কোন খোঁজ নাই তাই বাধ্য হয়ে আমি call দিলাম ।

আমি অনেক অসুস্থ ছিলাম তাই ফেবু তে আসতে পারতেছিলাম না ... তাই দেখিও নাই যে তুমি আমাকে msg দিছো আর তুমি খুব ভাল করে জান আমি মোবাইল দিয়ে ফেবু use করি না। আমি তোমার কাছে কতবার তোমার phone num চাইছি... তুমি একবারও আমাকে দেও নাই... আর এখন আমি কোথায় ছিলাম...... msg reply দাও নাই কেন ?? -Sorry আমার ভুল হইছে ?তোমার কি তোমার এখন কি অবস্থা ? আগের থেকে অনেক ভাল ... -যাক সুস্থ হইস ... আল্লাহ রহমত করছে... ঔষধ ঠিক মত খাবা... ভাল কথা শোন তুমি আমার সাথে ২৩ তারিখ দেখা করবা... বুজচ্ছ!! পারব না... আমি যখন বলি তোমাকে আসতে তখন তো তুমি আসো না...। আমাকে তোমার কি দরকার? তুমি তোমার গোলাপ নিয়ে থাক ... আর ২৩ তারিখ কি যে আমাকে দেখা করতে হবে? -কি আমি গোলাপ নিয়ে থাকি...!!! যাও আসতে হবে না... আর আমাকে ভুলেও call দিবা না...বুঝচ্ছ ... বুঝচ্ছি...কিন্তু ২৩ তারিখ দেখা করবা কেন ? -আগে আসো তারপর বলব ...যেহেতু শরীর খারাপ তাই ইডেনের সামনে আসতে বলব না... Nescafe তে আসবা। আসার আগে আমাকে call দিবা ... ok আচ্ছা ...বাবা ...আচ্ছা আমি জানতাম ২৩ তারিখ তোমার জন্মদিন , তাই তুমি আমাকে আসতে বলছো। ২৩ তারিখ তুমি যখন Nescafe তে আসলা তখন তুমি একটা লাল পাড়ের সাদা শাড়ি পড়ে আসলে... হাতে লাল কাঁচের চুড়ি আর কপালে একটা লাল টিপ... অসাধারণ লাগছিল তোমায় ।

আমি মনে মনে ভাবছিলাম এই মানুষটা যদি আমার পাশে সারা জীবন থাকতো !! যখন তোমার সামনে গেলাম বরাবরের মত আমার heart bit বেড়ে গেল , জানি না কেন হয় ?? _কেন আসতে বললে ? (একটা হাসি দিয়ে তুমি বললে) - Cute বাচ্চাটাকে অনেকদিন দেখি না ..... তাই তোমাকে দেখার জন্য আসতে বলছি । সামনে দিয়ে একটা ছোট্ট মেয়ে অনেক গুলো লাল গোলাপ নিয়ে যাচ্ছিলো। আমি জানি তুমি মনে মনে চাচ্ছিলে আমি তোমাকে ফুল কিনে দেই। আমার চোখের দিকে একবার তুমি তাকালে আর একবার ছোট্ট মেয়েটার ফুলের দিকে । আমি হাসলাম...আর বললাম - গোলাপ কিনে দেই ... তুমি বললে -আমি জানি তুমি ফুল কেনা পছন্দ করো না, তাও কেন লোকদেখানো কথা বলতেস... ?? আমি আবারও হাসলাম তুমি ছিলে সামনে ভাবছিলাম তোমায় একবার ছুঁয়ে দেখব কিনা , কিন্তু ভয় হয় যদি কোন ভুল করি … তখন একটা গান বার বার মনে পরছিল “Abhai tue saamne Tujhe chhoo loon zaraa Mar jaaoon ya jee loon zaraa Khushiyaan choom loon Yaa ro loo'n zaraa Mar jaaoon ya jee loon zaraa আমার একটা হাত যে পিছনে ছিল সেটা তুমি অনেকবার দেখছো... কিন্তু কিছুই বল নাই ... আমি কোন কথা বলতেছি না দেখে তুমি রাগ করে রাস্তার ঐ পাড়ে চলে গেলে ।

আমি তোমার নাম ধরে ডাকলাম "রোদেলা" তুমি একবারও পিছনে ফিরে তাকালে না । এইবার আর ভুল করলাম না অনেক সাহস নিয়ে বললাম “রোদেলা আমি তোমাকে অনেক ভালবাসি” আমার মনে হয় তুমি এটার জন্যই অপেক্ষা করছিলে দৌড়ে এসে প্রায় ঝাঁপিয়ে পড়ে ছিলে তুমি আমার বুকে। আমি তখনও কিংকর্তব্য-বিমুর , কি করব, কি বলব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তুমি তখনও পাগলের মত আমার বুকে মুখ ঘষে যাচ্ছিলে। তারপর মনে হল শার্ট ভিজে যাচ্ছিলো... তোমার মুখটি কোন মত দু হাতে তুলে আমি দেখলাম তুমি অঝোর ধারায় কেঁদে চলেছে।

ছোট্ট একটু হাসি হেসে তোমার কাছে জানতে চাইলাম, কি, এখন লজ্জা পাচ্ছ না, দুনিয়ার সবাই তো হা করে তাকিয়ে দেখছে। দেখলে দেখুক,... লক্ষ্মীটি কান্না থামাও। কি হয়েছে, খুলে বলবে তো। কিচ্ছু হয় নি। তো ওভাবে দৌড়ে এলে যে, যদি গাড়ি চলে আসতো?? আসলে আসুক।

আমায় ভালোবাসো হুম। কতটুকু ?? জবাব না দিয়ে তুমি আবার আমার বুকে মুখ লুকালে । তুমি তোমার ভালোবাসার সীমা ও পৃথিবীর কাউকে জানতে দিতে রাজি নও, কাউকে না। আমার হাতের বড় খরগোশ এর মত দেখতে টেডি বিয়ারটা কোথায় ছিটকে পড়েছিল কে জানে! যেখানেই পরুক বিয়ারটা জানে ঐ মুহূর্তে ওর মত সারপ্রাইজ এর কোন দরকার ছিল ,যদিও বা ওর জন্য কিনেছিলাম... Ever since we met তোমার হাত ছিল আমার হাতে my heart has been crazy তখনি বুঝেছি ভালবাসা কাকে বলে In your eyes i have found paradise দখিনা হাওয়ায় তোমার খোলা চুলে U have just change my life ...... *(ARiyan--CSE... 5th semi ..UAP) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।