আমাদের কথা খুঁজে নিন

   

শুনছিলাম ফাও পাইলে বাঙালি নাকি আলকাতরাও লয় আর এইখানে তো দামী জিনিস পাওয়া যাইতাছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে !!! তাড়াতাড়ি আইয়া বাইছা লইয়া যান

শুধু চাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ। ▼▼ ▼▼ ▼▼ ▼▼ ▼▼ ▼▼ ▼▼ ▼▼ ▼▼ ▼▼ । । জীবনে চলার পথে কিছু মূল্যবান পরামর্শ । ।

→ যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই 'না' বলুন। → কাউকে অভিনন্দন জানানোর সুযোগ পেলে আন্তরিকভাবে জানান। → স্থান-কাল-পাত্র বুঝে হাসিমুখে কথা বলুন। হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুনে প্রস্ফুটিত হয়। → প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন।

→ দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করা প্রয়োজন, তখনই তা করুন। → প্রকৃতির সাথে একাত্ম হোন। প্রকৃতি মন, দেহ ও আত্মার মাঝে সব সময় ভারসাম্য এনে দেয়। → নীরব মুহূর্তে প্রতিদিন অন্তত একবার করে বলুন, 'আমি সাহসী'।

→ সবাইকে আগে নিজে সালাম দিন। → সাহসী ও ঝুঁকি গ্রহনে উৎসাহী হোন। সুযোগ হাতছাড়া করবেন না। পেছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন, তা নিয়েই অনুতপ্ত হচ্ছেন বেশি। → কান পেতে থাকুন।

সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে করে টোকা দেয়। → হেসে কথা বলুন। এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও খুশি হবে। → কারও আশাকে নষ্ট করবেন না। হয়তো এই আশাই তার শেষ সম্বল।

→ গোপনীয়তা রক্ষা করুন। → সমস্যা' শব্দটির পরিবর্তে 'সম্ভাবনা' শব্দটি বেশি ব্যবহার করুন। → ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। || আশা করি আপনাদের কাছে আমার এই পরামর্শগুলো ভালো লেগেছে।

এই পরামর্শগুলো ভালোভেবে মেনে চলার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই || ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।