"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) উৎসর্গ অপি করিম প্রিয় অভিনেত্রী "জীবন উপভোগ করতে হলে যে সবার জীবনই রঙ্গীন হতে হবে এমন কোন কথা নেই,কে কোন রং উপভোগ করবে তা ব্যক্তির উপরই নির্ভর করে।" (সাইফুল ইসলাম মাহিন) এই না-জানা-কারণের অস্থিরতার রাতে আমি অস্বীকার করছি আমার চেনা অল্পচেনা ও অচেনা, সুখী ও সফল মানুষদের সেইসব গল্প যা পরিণত হয়েছে আমাদের সময়ের অসহ্য কিংবদন্তীতে আমি অস্বীকার করছি প্রবল প্রতিযোগিতার যুগের সকল প্রচারিত পণ্য যা আমাদের নিঃশ্বাসে একটু একটু করে ঢোকাচ্ছে বাজার অর্থনীতির বিষ আর যা আমরা ফুসফুসভরে নিচ্ছি ঘাসের সবুজ সুগন্ধ মনে করে এই না-জানা-কারণের অস্থিরতার রাতে আমি অস্বীকার করছি মাপা হাসি আর ক্যামেরাসম্মত কান্নার সকল প্রশংসিত রীতি যা পরিণত হয়েছে আমাদের সময়ের নিজস্ব ফ্যাশনে আমি লিখে রাখছি ফুটপাথে হারিয়ে যাওয়া সেইসব গল্প যা আমাদের আশেপাশেই রচিত হয়ে অসামান্য অবহেলায় এড়িয়ে যাচ্ছে চোখ আর যা আমরা ছোটলোকের বিষয় বলে উপহাস করতে শিখেছি শৈশব থেকে অতএব হে বীরভোগ্যা বসুন্ধরা আর তার সফল সন্তানেরা তুমি ও তোমরা নির্দ্বিধায় আমাকে পাগল বলতে পারো !!! ("যে জীবন ফড়িঙের" নাটকের ছায়া অবলম্বনে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।