আমাদের কথা খুঁজে নিন

   

টিনটিনের বনভোজন গমন। (সাথে ছবি ব্লগ)

A Hero will Rise Up Just In Time ৩ দিন আগে আবার গেলাম পিকনিকে। বেশীদূর না খুলনা থেকে নদীপথে ১ ঘন্টা। জায়গাটার নাম কিসমত খুলনা। সকালে পেট ক্লিয়ার করতে পাররাম না। ৮ টায় ঘাটে পৌছাতে হবে।

তাই ক্লিয়ার না করেই ঘাটে চলে গেলাম। ঘাটে পৌছাবার কিছুক্ষন পর হঠাৎ শুনি "গুড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়"। শব্দের খোজে আশেপাশে তাকালাম কিন্তু কোথাও তো কিছু দেখিনা। আবার "গুড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়"। এবার কাহিনী বুঝলাম।

শব্দটা আসছে আমার পেটের ভিতর থেকে। সকালে ক্লিয়ার না হওয়ার ফল। চোখে আন্ধার দেখলাম। মাইয়াগো সামনে কি শেষ পর্যন্ত লজ্জায় পড়তে হবে নাকি? বাসা অনেক দূর। পেট ক্লিয়ার করি কেমনে? হঠাৎ খেয়াল হলো কাছেই আমার এক মামার বাসা আছে।

রওনা হতে এখনও প্রায় ১৫ মিনিট বাকি। একটা রিক্সা নিয়ে সোজা মামার বাড়ি। মামার সাথে দেখা হতেই বললাম, "মামা, পেট ক্লিয়ার করতে এসেছি। " মামা-মামী তাদের বেডরুম এটাচ বাথরুম ছেড়ে দিল আমাকে। তারপর , "আহ, কি শান্তি"।

পুরা পেট ক্লিয়ার করে মামা-মামীকে থেংকু জানিয়ে চলে আসলাম। মদনচালে চলে আসলাম সবার কাছে। যাক, আর বেইজ্জতি হওয়া লাগলো না। লঞ্চ ছাড়ার ঠিক আগ মুহুর্তে মন পড়লো, তাড়াহুড়োয় ফ্লাশ করতে ভুলে গেছি। পেট ক্লিয়ার করে, ফ্লাশ না করেই চলে এসেছি।

ছবির মতো একটা গ্রাম। লঞ্চ থেকে নামতেই বাচ্চাদের মতো ছুটোছুটি শুরু করলাম। আমাদের সাথে একটা গ্রামের ছেলে ছিল। ওকে নাড়কেল আর বেল গাছে উঠালাম। চড়া গরমে মিষ্টি ডাব আর কাঁচা বেল খেলাম।

বনের মাঝে সবাই কিছুক্ষন আড্ডা দিলাম। আড্ডা শেষে খাওয়ার ডাক পড়তেই উঠে পড়লাম তড়িঘড়ি। আইটেম ছিল কাচ্চি বিরানি, শুরগীর রেজালা, মাঝাড়ি সাইজের চিংড়ি ভুনা, সালাদ, দই আর সফট ড্রিংক। ১ম ব্যাচ খেতে বসে গেল। আমি সার্ভ করছি।

হঠাৎ মনে হলো, জুতা বেশ টাইট টাইট লাগছে। ১ম থেকেই লাগছিল কিন্তু গুরুত্ব দিইনি ব্যাপারটায়। পরে জুতার দিকে তাকিয়ে দেখলাম, এ জুতা আমার না। আমি অন্য কারো জুতা পরে ঘুরে বেড়াচ্ছি। আড্ডা থেকে উঠার সময় জুতা এক্সচেন্জ হয়ে গেছে।

সার্ভিং বাদ দিয়ে, যারা খাচ্ছিল তাদের পিছনে পিছনে মিঃ বিনের মতো ঘুরে ঘুরে জুতা খুজতে লাগলাম। পেয়েও গেলাম। চামে জুতা আবার চেন্জ করে নিলাম। ব্যাটায় কিচ্ছু টের পায়নি। সারাদিন হৈচৈ করে কাটিয়ে বিকাল পাচটায় রওনা দিলাম।

ফেরার সময় ক্যামেরাবন্দী করলাম গ্রামটার আর রূপসা নদীর অসাধারন রূপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।