বাংলাদেশের রাজনীতিতে এখন চরম উত্তাপ বিরাজ করছে। রাজনৈতিক হানাহানি ও কাদা ছোঁড়াছুঁড়ি আরো বিষবাষ্পে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর পালটাপালটি কর্মসূচি ঘোষণার মাধ্যমে। চট্টগ্রামের জনসভার পর বিএনপি সেখানেই ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি ঘোষণা করেছে। এটি ১২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল ওই একই দিনে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করলে দলটির অসহিষ্ণুতার পরিচয় ফুটে ওঠে।
২৯ জানুয়ারি বিএনপি সারাদেশে পূর্বঘোষিত গণআন্দোলনের আয়োজন করলে সেখানেও সরকারি দল একই পন্থা অবলম্বন করে। ফলে দুই দলের একই দিনে কর্মসূচি থাকায় পুলিশ বাধ্য হয়ে ঢাকায় ১৪৪ ধারা জারি করে মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। পুলিশের এ ঘোষণায় ওই দিন দু’দলই কর্মসূচি বাতিল করে পরবর্তী দিন আবার পালটাপালটি কর্মসূচি ঘোষণা করে। এভাবে পালটাপালটি কর্মসূচির মাধ্যমে বর্তমান রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে উঠেছে। দেশ আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।
জনগণের কল্যাণের জন্যই রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে অথচ এখন এগুলোর মাধ্যমেই জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক, সমালোচনা, বিরোধিতা ইত্যাদি থাকবেই। কিন্তু তাই বলে একদলের কর্মসূচি পণ্ড করতে অন্য দল উদ্দেশ্যমূলকভাবে একই স্থানে, একই সময়ে কর্মসূচি দেবে! এটা কখনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না। সব রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। সরকারের ভুলগুলো ধরিয়ে দেয়া বিরোধী দলেরই কাজ।
তাই সরকারের উচিত কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়া। এব্যাপারে জনমত সৃস্টির জন্য সকব ধরনের মিডিয়ার লেখক, পাঠকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আবেদন জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।