কিছুনা লিচু খাই আমি একটা জুয়ান পোলা । ধরেন কোনো কারনে আমি আত্নহত্যা করলাম বা আমাকে আত্নহত্যায় বাধ্য করা হইলো । তখন সবাই খোজ খবর নেয়ার আগেই ছড়াইয়া দিবে যে প্রমিকার কাছ থেকে ছ্যাকা অতঃপর সুইসাইড। এই প্রেম ছাড়াও মানুষের জীবনে অনেক কষ্ট আছে তা জানার পরেও প্রেম নিয়াই নাড়াচাড়া হইবেই। আমি নিজের চোখের সামনেও এইসব কাণ্ড দেখছি।
যারা আপনার আত্নহত্যার জন্য দোষী এরা আপনাকে মৃত্যুর পর আপনার চরিত্র নিয়া মজা করার এক অপুর্ব সু্যোগ পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই তাই দেখে আসছি। আপনাকে একদল ডাকাত বা দুষ্কৃতকারী আপনার স্ত্রীর সাথে আপনার রুমে খুন করে ফেলে রেখে গেলো। আঈন শৃংখলা বাহিনী কিছুই ধরতে পারছেনা বা করতে চাচ্ছেনা । তখন সব চেয়ে ভাল হবে আপনার স্ত্রী আর আপনার সম্পর্ক নিয়া রঙ চঙ্গে কাহিনী ছড়ানো ।
আপনার বউ কারে কি মেসেজ পাঠাইলো সব সুন্দর কইরা শেয়ার হবে, এই মেসেজ কই পাইলো , কিভাবে পাইলো কারো জানার দরকারো নাই । মুখে মুখে আপনাদের দাম্পত্য কলহের খবর ছড়াবে , আস্তে আস্তে কাহিনী বাজারের চটি গল্পের মত হয়ে যাবে । হয়তো আপনারা অনেক সুখি দম্পতি ছিলেন । আপনার চরিত্র নিয়ে নগ্ন খেলায় সবাই মেতে উঠবে , কারন আপনি আর নাই । আপনার চরিত্র এখন জনগনের সম্পত্তি ।
আমি চাই জনগনের জানমালের নিরাপত্তা দিতে না পারেন , অন্তত তাদের চরিত্রের একটা নিরাপত্তা দেন । আমার মৃত্যুর পর আমার চরিত্র নিয়া এভাবে কেউ খেলবেননা দয়া করে। কতোগুলা পেপার আছে ইদানিং দেখতাছি , তাদের কাটতি বাড়াতে অনেক খবর ছাপাচ্ছে । বুঝতেই পারছেন আশা করি । তারা মেসেজ কয়টা , কার থেকে কয়টা কল সব জাইনা ফালাইছে ।
আবার ব্লগে হিট খাওয়া শুয়োরের দল ঝাক বেধে নেমে গেছে , একটা ভদ্র পরিবারের নামে অভদ্র খবর ছড়াতে । সম্ভ্রান্ত পরিবারকে অপমান করতে,এইসব খবর ছড়াতে আমাদের জনগন খুব মজা পায়। ঐসব বালের পত্রিকার কথা বাদ দিলাম , কিন্ত যেসব ব্লগার হিট খাইতে এইসব খবর ছড়ায় তাদের গালি দিয়া মুখ খারাপ করতেও ঘৃনা লাগে। এখন আমাকে বলবেন ,যাদের সম্পর্কে এসব খবর ছড়াচ্ছে তারা হয়তো আসলেই ভাল ছিলোনা । "হয়তো"র উপর ভিত্তি করে এইসব খবর আপনি ছড়াতে পারেননা , আপনি যদি নিশ্চিতও হোন তাও মৃত মানুষটাকে নিয়া বাজে কথা না বলাই ভাল ।
কিন্ত নিশ্চিত না হয়ে এভাবে খবর ছড়ানোটা বিশাল বড়মাপের শুয়োরের কাজ হয়ে যায়। আশা করি বুঝতে পারবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।