আমাদের কথা খুঁজে নিন

   

Poets of the Fall (ব্যান্ড রিভিউ-- একজন ব্লগারের পরামর্শ শুনে দিলাম )

অবিনশ্বর প্রেমের জন্য প্রার্থনা সুমধুর এবং চমৎকার ভাষার ব্যাবহার পাবেন এই ব্যান্ড এর গান এ। ব্যান্ড এর নাম ঃ Poets of the Fall আসুন কিছু তথ্য জেনে নেই তাদের সম্পর্কে ( যদিও অনেকে জানেন, তাতে কি ) দেশ ঃ ফিনল্যান্ড ব্যান্ড টাইপঃ রক লিড ভোকাল ঃ মার্কও সারেস্তও লিড গিটার ঃ অল্লি তুকিয়াইনেন কি বোর্ড ঃ মারকাস ক্যাপ্টেন কারলনেন বেজ গিটার ঃ জানই স্নেলমেন বেকিং ভোকাল ঃ জাস্কা মাকিনেন দ্রামসঃ জারি সালমিনেন (বাপরে বাপ , কি নাম একেকটা ) এই ব্যান্ড এর লিরিক এতো সুন্দর, ইচ্ছা হয় সারা দিন শুনতে কিন্তু আফসোস, এতো সময় পাই কই ! এরা কয়েকটা এ্যালবাম ও বের করেছে। Signs of Life 2005 Carnival of Rust 2006 Revolution Roulette 2008 Twilight Theater 2010 এদের ২ টা অউসাম গান হল ঃ কার্নিভাল অফ রাষ্ট এবং লেট গুডবাই তাদের নতুন এ্যালবাম আসছে সামনেই। নামঃ Kamikaze Love শুনতে পারেন ইচ্ছা হলে। গ্যারান্টি দিতে পারি " ভাগ ডিকে বস " কিংবা " জব জব তেরে ফাস আইয়া ১০০ কুর পাইয়া" থেকে লাখ গুনে ভালো গান। আর যারা শুনেছেন, আসেন ভাই বুকে আসেন। ভালো থাকবেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।