জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... হে আওয়ামীলীগ আমরা প্রস্তুত ১২ মার্চ আকেরটি রক্তক্ষয়ী লগী-বৈঠা তান্ডব দেখার জন্য, যে ভাবে আপনারা গায়ে পড়ে ঝগড়ায় নেমেছেন তাতে কয়টা লাশ পড়ে আল্লাহ পাকই ভাল জানেন। লাশ পড়লে পড়ুক তাতে আপনাদের কি, পড়বেতো সাধারণ মানুষের লাশ। তাদের কি আর জীবনের দাম আছে।
জীবনের দাম আছে লক্ষ্মীপুরের সেই আলোচিত ‘খুনি’ বিপ্লবের।
যাকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান আগে করেছেন মৃত্যুদন্ড সাজা মাফ আর এখন যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেছেন।
করুন আপনাদের যা খুশি।
তবে আপনারা আমাদের যে জীবনের নিরাপত্তা দিচ্ছেন তা ঢের বেশি তা নাহলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সরকারের পক্ষে বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়’ মতো এমন নিষ্ঠুর ও পরিহাস করে এমন কথাটা বলতে পারতেন। তবে আমাদের অনেকে এ নিয়ে আপনাদের সাথে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারছি না বলেও দূঃখ প্রকাশ করছি।
নেপোলিয়ানের অভিধানে নাকি অসম্ভব বলে কোন শব্দ ছিলনা। আপনাদের সরকারের অভিধানেও সেটি নেই দেখছি।
বিএনপি বলেছে, ১২ মার্চ বাঁধা দিলে দায় সরকারে আর আওয়ামীলীগ বলেছে, বিএনপি লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়।
কি সুন্দর আপানদের সহজ সমীকরণ আগেই একদল আরেক দলকে দায়ী করে বসে আছেন যেন কোন অপ্রতিকর ঘটনা বা কেউ লাশ হলে নিজেদের দায় মুক্ত রাখা যায়।
একটি রাষ্ট্র কি পারে একটি হত্যাকান্ডের এভাবে দায় পূর্বেই এড়িয়ে যেতে, রাষ্ট্র কি পারে এভাবে প্রকাশ্যে লড়াইয়ে নামতে, আমার জানা নাই। যদি কোন রাষ্ট্র পারে সেটি ইতিহাসে সবচাইতে বর্বর রাষ্ট্র বলে আমি মনে করি।
কি হবে, যদি বিএনপি ১২মার্চ প্রতিবাদ বা গণমিছিল করে।
সরকার পতন? অসম্ভব!!! তাই সরকার কি পারতো না তার মহান হস্ত বা উদারতা দেখাতে। প্রয়োজনে অধিক পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করে।
শেখ হাসিনা যোগ্যতা ভিত্তিতে নয় তার আনুগত্যের ভিত্তিতে কিছু নেতা ও মন্ত্রী বানিয়েছেন আজ যারা প্রকাশ্যে নির্বোধের মতো বক্তব্য দিয়েই যাচ্ছেন। তারা কি একবার ভাবে না মানুষের কাল বা ভবিষৎ পরিবর্তনশীল।
কিন্তু আপনারা অতি প্রাচীন একটা বাংলা প্রবাদের মতো হাটঁছেন :
"দুই কান কাটা রাস্তার মধ্যিখান দিয়ে হাঁটে"
আগের দিনে সামাজিক বিচারে দণ্ড হিসেবে গুরুতর অপরাধীদের একটা কান কেটে দেয়া হতো।
কাটা কান যাতে বেশি লোক দেখে না ফেলে সে জন্য সাধারণত লোকটা যেদিকের কান কাটা হয়েছে রাস্তার সে দিক ঘেঁষে হাঁটত। কিন্তু দুই কানই যার কেটে দেয়া হয়েছে তার আর লুকানোর পথ খোলা থাকত না। গোঁয়ার্তুমি করে সে রাস্তার মধ্যিখান দিয়ে হাঁটে। এই হচ্ছে প্রবাদের সূত্র যা মিলে যায় আপনাদের বর্তমান আচরণের সাথে।
শেখ হাসিনা মনে করেন প্রচারেই প্রসার তাইতো কচিঁ কাচাঁর আসর থেকে শুরু করে দেশ-বিদেশে এমন কোন জায়গা বাদ নাই যেখানে বিএনপির ও খালেদা জিয়াকে ব্যক্তিগত ভাবে বিষোদগার করেন নাই।
যা নিম্ন রুচির পরিচয় ব্যতিত আর কি।
নিজের ১৩টি মামলা রাজনৈতিক বিবেচনায় খালাস করে বিএনপিকে চোর-বাটপার বলছেন। কিন্তু যদি শেখ হাসিনা সৎসাহস নিয়ে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে খালাস পেতেন তাহলে ভিন্ন কথা হতো।
আমরা জানি অবশ্যই বিএনপি দুর্নীতি করেছে আর তাইতো জনগণ আপনাদের কে দিন বদলের জন্য ভোট দিয়েছে।
দিন বদল আমাদের হইনি হয়েছে আপনাদের ও আপনাদের দলের।
চাই সত্যিকারে মুক্তি ও দিন বদল.....
অপেক্ষায় থাকলাম আমি ও আমরা সকলে.....
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।