বাজারে গিয়া দেখেন গা হাজার রকমের নুন আছে দামও কইলাম সস্তা না, তয় আমি কিন্তু ছুদু দামের লাইজ্ঞা যে নুন খাইতে না করতাছি তা কিন্তু না । এহনে আফনে কইবেন মিয়া ডাক্তারি কর ??? আমরা হগলেই জানি যে লবণ বেশি খাওয়ান ভাল না, তয় আমি কইলাম বেশি না ছারা জীবনের লাইজ্ঞা আয়োডিনের লবণ খাইতে না করতাছি- ক্যান করতাছি ??? শুনেন ভাইজান, লবণ না খাইলে আপনার যে উপকার হইব (টাকা বাঁচন ছাড়া কইলাম) পয়লা হইল গিয়া- “আফনেরে পাগলা কুত্তায় জিন্দিগিত কামরাইত না”, দুই লম্বর হইল গিয়া- “নিশি কুটুম (চোর) আফনের বাড়িতে কুটি টেকা আছে জাইনাও আসব না” !!! তিন লম্বর হইল গিয়া- “খোদার দেয়া ৩২টা দাঁত লইয়া কবরে যাইবার পারবেন”, (যেডা কি না অনেকেই পারে না) কি এহনে আফনে আমারে খুঁজতাছেন ঐ তিনডা কতার লগে লবণ না খাইলে ফায়দা হইব ক্যামনে ,না ??? কইতাছি, লবণ যহন খাইবেন না তয় টেনশন খাইবেন ক্যান ?? শুনেন কইবার লাগছি- পয়লা কতাডার আনসার- “আফনে যদি লবণ না খান তাইলে আফনার মেরুদন্ডের হাড্ডি বাঁকা হইয়া যাব গা, তহনে আফনের হাতে থাকব লাঠি, কণ এবার কুত্তায় কামড়াব কেমনে ??? ” দুই লম্বর কতাডার আনসার হইল গিয়া- লবণ খাওয়া বন কইরা দিলে বুকের অসুকে পড়বেন,থাকব কাশি, সারা রাইত ধইরা খালী খক্ খক্ কাশি, কন এইবার ঘরে চুর আসত ক্যামনে ??? তিন লম্বর কতাডার মানে হইল গিয়া- লবণ না খাইলে কিছুই মজা লাগে না, সবকিছুই পাইন্সা লাগে, তারপরে আবার লবণ না খাইলে আপনের অনেক রোগও বাইরা যাবগাঁ, কন এবার মরা ছাড়া আপণের গতি কি ? কম বয়সে মরবেন, দাঁত ৩২টা তো থাকবই, নাকি ??? যাওগা মেলা প্যাঁচাল পাইরা হালাইছি, এবার লবণ খাবেন, না না-খাবেন তার ছিদ্দান্ত আপনেই লন গাঁ............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।