আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম এবং সততার বৃথা আস্ফালন

প্রেম প্রেমের সাতকাহনে কোথায় তুমি প্রিয়া? আমি হীনা তুমি শুধুই হৃদয়হীনা। কদম ফুলের রানি একটি কদম ফুল দাওতো আমায় রঙিন স্বপ্ন বুনি। চাতকের প্রাণের চাওয়াটি বিফল হবে কি? প্রাণভোমরা গাই্ছে যে গান শুনছো তুমি কি? সততার বৃথা আস্ফালন জীবন মানে সততার ডুকরে কেঁদে ওঠা মৃত্যুকামনায় বারবার মাথা ঠুকতে থাকা। কাপুরুষেরা যেমন বারবার মরে তেমনি সততারও মৃত্যু হয় প্রতিটি পদক্ষেপে মৃত্যু মেনে নিতে হয় সত্য মুখের অনেক দাম তাই অসতেরা সেই মুখের বেসাতি করে প্রতিটি মিথ্যে বলায় তাই মৃত্যুর স্বাদ আস্বাদনে একজন সৎ; অসতেরা তাকে মিথ্যে বলিয়ে ফেলে!! এভাবে মাথা নিচু করতে করতে হয়তো একদিন আর মাথা উচু করতে ইচ্ছে হয়না ! তার পকেট কখনো স্ফীত হয় না মিথ্যে মিথ্যে খেলারও শেষ হয়না। কোন রূপসী ললনা তাকে চায় না ভাল বাসে না,কাছেও টানে না প্রবঞ্চকের দল তাদের প্রচন্ড শঠতায় অন্যায় না করলেও মিথ্যে বুল চাপায় তার ঘাড়ে তাকে দিয়ে অসতের দল টাকার পাহাড় গড়ে। একসময় সে জোর গলায় নিজেকে সৎ বলার ক্ষমতা টুকু হারিয়ে ফেলে সৎ বলে দাবী করার অসত্য কথনটি নাই বা বলে এতে কিছুটা হলেও নিজে অসৎ এই প্রচারটি সত্যভাবে চলে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.