আমাদের কথা খুঁজে নিন

   

পাতারাও প্রতারিত করে বাতাসের সারগাম

আমার লেখা পড়ে.................. এখন পাতারাও প্রতারিত করে বাতাসের সারগাম মেঘেরাও আসি আসি বলে চলে যায় দূরে সঙ্গমে শহরের মধ্য দিয়ে ছুটে যাওয়া ট্রেন কখনও কখনও নিয়ে যায় ঘরে ফেরা কোন পথিক বিনা টিকেটে । সোডিয়াম লাইটের নিচে দাড়ানো বারবনিতা আহা জানে বৃক্ষ আর মানুষদের নিয়ে কেবল দর্শন হয়। অসতী বধূ জানে না সততার গভীর সত্য সংজ্ঞা কামুক পুরুষ কেবল সৎ আফ্রোদিতের শিৎকারে। পাশাপাশি হাত ধরে শোকেস বন্ধী রাত ঘুম বাতাসের আনাগোনায় ধর্ষিত পার্লারে বাধা চুল। মাঝে মাঝে মনে হয় এই খানে নয় এইখানে নয় অন্য কোথাও, অন্য সুরে, অন্য শহরে, এইখানে না। গোপনে গোপনে জীবন ক্ষয়ে পড়লেও সজীব হয় দেয়াল রং চঙে সভ্যতা সাজানো বারান্দা বা বুক সেলফ আড়ালে আবডালে লুকিয়ে বেড়ায় মহান কোন অস্তিত্ব। দিন দুপুরে খেলা জমে অবেলার গানে- সম্ভোগে,উত্তাল শুকনো স্তন চুষে চুষে ক্লান্ত শিশুরও মাথার চুল এলোমেলো করে নাগরিক মানবিক বাতাস,জীবন। ক্ষুধার্ত জননী তুমি পবিত্র,নিত্য নতুন বাসর তোমার- জীবনের জয়গান কখনও কখনও ফুটে উঠে সান্ধ্য খবরে পাঠিকার রুপে ক্ষয় হয় তারূন্য, বয়স্কা বধূ বাণিজ্য বাড়ায়- এই ভাবে বেচে আছি? এই ভাবে মরে আছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।