যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে বেডরুমের প্রসঙ্গ যখন এসেই গেলো - এবং সরকার যখন বেডরুম পাহারার দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করলো বা জানান দিলো, তার অর্থ তিন প্রকার: ১. সরকার এ যাবতকাল কারো কারো বেডরুম পাহারা দিয়ে মহা বিরক্ত ও উত্তেজিত; অথবা ২. প্রতিটি জনগণের বেডরুম পাহারা দেবার এক মহাপরিকল্পনা সরকারের ছিলো; অথবা ৩. বিশেষ বিশেষ কোনো ব্যক্তিবর্গের বেডরুম পাহারা দেবার একটা দাবীর মুখোমুখি সরকার পতিত হয়েছিলো। সরকার জনগণের বেডরুম পাহারা দেবে না বলে জানানোয় দেশের স্পর্শকাতর বেডরুমগুলো থেকে অচিরেই পাহারা সরিয়ে নেয়া হবে বলে আশা করা যায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সকল নিরাপত্তা বেষ্টনী আচ্ছাদিত বেডরুমগুলি। কারো বেডরুম পাহারায় থাকবে, কারো থাকবে না - তা হবে না, তা হবে না। প্রয়োজনে এসব বেডরুমগুলো ভবনের বাইরে নাগরিকদের দৃশ্যমান কোনো জায়গায় স্থাপন করা হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।