আমাদের কথা খুঁজে নিন

   

আব্বে! কি কয় এইডা? দেখি তো টেস্ট করে।

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। সকাল সকাল সামুতে ঢুকে দেখি মডারেশন স্ট্যাটাস বদলাই গেছে। বিশ্বাস হইতেছে না, প্রথমে ভাবলাম টাল হয়ে আছি কিনা! ভাবনা অবান্তর। তারপর হাতে চিমটি কেটে দেখলাম, তাও কাজ হচ্ছে না; জেগে আছি তো। শেষ ও ফাইনাল পরীক্ষা হিসাবে দেখি, আমাকে সবাই দেখতে পাচ্ছেন কিনা। তাইলে আর কি, ফর্মাল কাজটা সবাই সেরে ফেলেন। স্বাগতম জানান এই ভালো(স্বঘোষিত) ছেলেটিকে। আর একটা তালিয়া প্লীজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।