আমি একজন নবীন ব্লগার । ওয়েবসাইট বা ব্লগ সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য ।
যতটুকুই জেনেছি তার সবই বিভিন্ন ব্লগ এবং বিজ্ঞান বিষয় ওয়েবসাইট দেখে । আর এই সামান্য জ্ঞানের মধ্যেই ব্লগস্পটে একটি ব্লগ তৈরি করেছি ।
আর এর ঠিকানা হল
http://www.satkahon-07.blogspot.com
এখন মূল কথায় আসি ।
বিভিন্ন ব্লগে গিয়ে আমি দেখেছি ব্লগস্পটে তৈরি ব্লগ অথচ ওয়েবসাইটের মত ! অর্থাত্ হোম,মোবাইল,ডাউনলোড,পত্রিকা,যোগাযোগ ইত্যাদি মেনু রয়েছে ।
আমিও আমার ব্লগে মোবাইলকাহন,কম্পিউটার কাহন,কৃষিকাহন,স্বাস্থ্যকাহন,বিনোদনকাহন ইত্যাদি মেনু যোগ করতে চাই ।
এবং আমি কোন লিঙ্ক দিলে লিঙ্কটির পুরো ঠিকানা প্রদর্শণ করে ।
অথচ অন্যান্য ব্লগে দেখেছি Click this link দেখায় ।
এই দুটি বিষয়ে আপনাদের সাহায্য চাই ।
আশাকরি আপনাদের সহযোগিতা পাব । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।