আমাদের কথা খুঁজে নিন

   

yeah! just joking

I m not WIERD, I m just a LIMITED ADDITION আজকে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা হইল । কিন্তু লেখতে বইসা দেখি কোন আইডিয়া মাথায় আসতেছে না । কিন্তু আমি তো আজকে পোষ্ট দিবই দিব । অনেক চিন্তা কইরা যখন কিছু পাইলাম না, তখন ভাবলাম, থাক কয়েকটা জোকস লেইখা দেই । টাইটেলে "১৮+" কিংবা "মডু ঘুমায়" টাইপের ট্যাগ লাগাইলাম না ।

পরে আবার দুষ্ট লোকের দল আমারে "হিটসিকার" ট্যাগ লাগাইয়া দিব । তবে "১৮-" রা এখনই পোষ্ট থেকে ভাগো । আর মডুদের জন্য এইটুকের বেশী পড়া কঠিনভাবে নিষিদ্ধ ** এক লোক অনেক দূরের গন্তব্যে রওনা দিছে । কিন্তু সেখানে যাওয়ার আগেই রাত হয়ে গেছে । অপরিচিত এলাকায় থাকার জায়গা না পাইয়া সে এক ঘরে নক করল- মালিকঃ কে ? লোকঃ ভাই আমি খুব বিপদে পরছি, আজকে রাতটা কি আপনার এখানে কাটাইতে পারমু ? মালিকঃ না ভাই, মাফ করেন ।

ঘরে যুবতী মাইয়া আছে । এমন করে কোন ঘরে জায়গা না পাইয়া শেষ একটা ঘরে নক করল- মালিকঃ কি চাই ? লোকঃ ভাই আপনার ঘরে কি কোন যুবতী মাইয়া আছে ? মালিকঃ (বিস্মিত হয়ে) কেন ? লোকঃ না মানে আজকের রাতটা কাটাইতাম ** এক মেয়ে পাখি কিনতে পাখির দোকানে গেছে । দোকানদার একটা টিয়া পাখি দেখাইয়া বলল- দোকানদারঃ এইটা নেন আপা, দাম দশ হাজার । মেয়েঃ এত দাম কেন ? দোকানদারঃ এই পাখিটা মানুষের ভূত-ভবিষ্যত্‍ বলে দিতে পারে । মেয়েঃ (অবাক হয়ে পাখিকে) আচ্ছা আমাকে দেখে তোমার কি মনে হয় ? পাখিঃ সুবিধার না, বাজে মেয়ে ।

মেয়ে তো অবাক, দোকানদার রেগে পাখিটাকে একটা বালতিতে চুবিয়ে জিজ্ঞেস করল- দোকানদারঃ আর বাজে কথা বলবি ? পাখিঃ খোদার কসম, আর বলমু না । এইবার মেয়ে সামনে আইসা জিজ্ঞেস করল- মেয়েঃ আমি যদি আমার ঘরে একজন লোক নিয়ে ঢুকি তুমি কি মনে করবে ? পাখিঃ লোকটা তোমার স্বামী । মেয়েঃ যদি দুইজন নেই ? পাখিঃ তোমার স্বামী আর দেবর । মেয়েঃ তিনজন নিলে ? পাখিঃ তোমার স্বামী আর দুই দেবর । মেয়েঃ আর চারজন নিলে ? পাখিঃ ঐ দোকানদার, বালতি নিয়া আয় ।

আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না, বাজে মাইয়া । ** দুই মাতাল বারে বইসা ঝগড়া করতেছে । বারটেন্ডার সেটা দেখে এগিয়ে গেল- বারটেন্ডারঃ আপনারা কি নিয়া ঝগড়া করতেছেন ? ১ম মাতালঃ আমরা ঠিক করছি এখন আরও দুই পেগ হুইস্কি খাব । তারপর বাইরে গিয়া এক হাজার মানুষ আর একটা ভেড়া মারব । বারটেন্ডারঃ কেন ? একটা ভেড়া কেন ? ১ম মাতালঃ (২য় মাতালকে) দেখছ, আমি বলছিলাম না কেউ এক হাজার মানুষ নিয়া চিন্তা করব না ।

** এক মাতাল বারটেন্ডারের কাছে মদ চাইল- বারটেন্ডারঃ আপনি অতিরিক্ত পান করেছেন স্যার, আমি আপনাকে আর মদ দিব না । মাতালঃ আমি এখনো ১০ পেগ খাইতে পারব, কথা না বাড়াইয়া যা চাইছি তা দাও । বারটেন্ডারঃ ঠিক আছে আপনি যদি ৩০ টা বুকডন দিতে পারেন তবে আমি আপনাকে মদ দিব । তো মাতাল তখন বুকডন দেওয়া শুরু করছে । তখন আরেকজন মাতাল বারে ঢুইকা তারে দেখল ।

তারপর তার পাছায় একটা লাথি দিয়া বলল, "ঐ ব্যাটা, উইঠা দাড়া । তোর গার্লফ্রেন্ড মনে হয় বাড়িতে গ্যাছেগা" ** একজন ব্রিটিশ, একজন স্কটিশ আর একজন আইরিশ গেছে বারে । তারা তিনজনই একগ্লাস করে বিয়ার অর্ডার করছে । হঠাত্‍ তাদের বিয়ারের গ্লাসে একটা করে মাছি পড়ছে । এইটা দেইখা ব্রিটিশ লোকটা বিয়ারের গ্লাস দূরে সরাইয়া রাখল ।

স্কটিশ লোকটা আঙ্গুল দিয়া মাছিটা ফালাইয়া বাকি বিয়ার শেষ করল । আর আইরিশ লোকটা মাছিটা ধইরা চিল্লায়া বলল, "বাইর কর ! যা খাইছস তাড়াতাড়ি বাইর কর । " ** লাইফ ইজ এ রেস । এখানে টিকে থাকতে হইলে ছেলেদের লাগে ১০০% যোগ্যতা । আর মেয়েদের লাগে মাত্র ৪% ।

বাকীটা ? . . . . . . বাকীটা হইল ৩৬-২৪-৩৬ ** বনের সবচেয়ে সেক্সী হাতিটা রাস্তা দিয়া যাওয়ার সময় সবচেয়ে লুল হাতিটা কি বলে ? . . . . . . . সবচেয়ে লুল হাতিটা বলে, "ওয়াও ! ৩৬০০-২৪০০-৩৬০০" ** একটা পিপড়া বনের রাস্তার পাশে দাড়াইয়া ছিল । হঠাত্‍ রাস্তা দিয়া একটা হাতি আসলো । পিপড়া তখন হাতিকে বলল, "হাতি ভাই, তুমি এই পাউরুটির উপরে একটু দাড়াও । " তারপর আরেকটা পাউরুটি দিয়া বলে, "এই পাউরুটিটা তোমার মাথায় রাখ । " যখন হাতি মাথায় পাউরুটি রাখছে, পিপড়া তখন একটু দূরে দাড়াইয়া বলল, "বাহ ! দারুণ একটা স্যান্ডউইচ হইছে ।

আজকের ডিনারটা জটিল হইব । " ** এক পাঠান লোকের পাইলস হইছে । তো ডাক্তারের কাছে যাওয়ার পর, ডাক্তার তারে প্যান্ট খুলতে বলল । পাঠান প্যান্ট খুলে দাড়াইছে, তখনই আয়নার মধ্যে নিজের পাছা তার চোখে পড়ল । আর এইটা দেখার পরেই তার *** দাড়াইয়া গেল ।

পাঠান তখন মনেমনে বলল, "আরে দাড়াইস না, দাড়াইস না, এইটা নিজেরই পাছা । " (এইটার জন্য মাফ চাই ) আর লেখমু না, মোবাইল দিয়া পোষ্ট দেই, কষ্ট হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।