O Allah! Please lead me from unreal to The Reality!! আমরা যখন "ভ্যলেন্টাইন্স ডে"-র প্রাপ্তির হিসাব-নিকাশ কষতে অথবা পরকীয়া প্রেমের খুঁটিনাটি বিশ্লেষণে ব্যস্ত, তখন আমাদের অদৃষ্ট লেখা হয়ে চলেছে সন্তর্পণে - আমরা হয়তো দুঃস্বপ্নেও অনুধাবন করতে পারবো না আমরা কোথায় চলেছি! ৯-৫টা কলেজ-বিশ্বদ্যালয় বা অফিস, মোবাইল ফোনে আড্ডা, বিপিএল-এর ভারতীয় ফর্মুলার খেলা দেখা, ইন্টারনেটে উদ্দেশ্যহীন বিচরণ, শীলার যৌবন নিয়ে ভাবনা অথবা শারিকা বা লিন্ডসে লোহানের ব্যক্তিগত সমস্যা নিয়ে গবেষণা। তারপর, হিন্দুস্থানী বিনোদন সামগ্রী গিলতে গিলতে এক সময় ঘুমের কোলে ঢলে পড়া - ব্যস "অতি সনাতন ছন্দে" বয়ে চলা চিরতন-হরতন-ইস্কাপনের জীবনের একটি দিন শেষ। এসবের মাঝেও দুই একজন অবকাশ নিয়ে ভাবেন: আমরা কোথায় চলেছি? চেষ্টা করেন জনগোষ্ঠীর অচেতন ও বেহুশ মুখ্য অংশকে জাগিয়ে তুলতে - যদিও বেশীরভাগ ক্ষেত্রেই "বিনোদন সামগ্রীর" আফিম সেবন করা সংখ্যাগরিষ্টের নেশাগ্রস্ত তন্দ্রা কাটে না - বরং তারা বিরক্তই হন সুখের আবেশ বিচ্ছিন হয়ে যাবার জন্য। তেমনই একটা লেখার লিংক দিলাম আপনাদের - দেখুন তো কেমন লাগে পড়তে/ভাবতে?? Click This Link আরো একটি লেখার লিংক দিচ্ছি - আমরা কি করছি সে সম্বন্ধে আমাদের চেয়ে বহু বহু দূরে অবস্থিত মানুষদের ধারণাও কত স্বচ্ছ দেখুন: Click This Link দু'টো লেখাই ইংরেজীতে - সবশেষে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।