আমি লিমন , কাদের , মিলন এর মত সাধারণ একজন মানুষ। তাই শঙ্কিত থাকি , চাই না স্বাভাবিক মৃত্যুর কোনো গেরান্টি , কারণ আজ আমাদের চাওয়ার নেই কোনো মূল্য । বহুল আলোচিত CODE RED, যাকে আমরা ১৭-০২-২০১২ তারিখে এটিএন নিউজ-এ কথা বলতে দেখেছি, তাকে বাংলাদেশ সাইবার আর্মী-এর কোনো এডমিন এবং মডারেটর সজ্ঞানে বা অজ্ঞানে চেনেন না। তার সাথে বাংলাদেশ সাইবার আর্মী-এর ইহকাল থেকে পরকাল কখনই কোনো সম্পর্ক ছিলো না বা থাকবে না বা হবেও না। আমারা তার উক্তি গূলোকে নিছক ছেলেমানুষী হিসেবে গন্য করি। এবং এটাও বলা দরকার, বাংলাদেশ সাইবার আর্মী কোনো রাজনৈতিক দল নয় বা কোনো দল-এর হয়েও কাজ করে না। এটা কোনো জঙ্গি বা সন্ত্রাসী দল-ও নয়। আমাদের নিয়ম-নীতি অত্যন্ত কঠোর বিধায় আমাদের কোনো core hacker দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করে না বা করবেও না, আপনি আমাদের রুলস গুলো পড়ুন। সবাই কে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।