অসাম্প্রদায়িক চেতনা ও কবিতার মানুষ আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র ' বাতাসে লাশের গন্ধ’ কবিতাট খুব মনে পরছে- ..ঐযে- ''আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে__ এ-দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়...... স্বাধীনতা__একি তবে নষ্ট জন্ম'' বাংলাদেশর স্বাধীনতার ৪০ বছর হল। এত বছর পর আজ দেশের বিশ্বে মাথা উচু করে দাঁড়াবার কথা। অথচ কি দেখছি??? হায়রে দুরভাগা দেশ। সেই ১৭৫৭ থেকে দেখছি। কত জন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।