এইসব ভালো লাগে... এক সাগরেদ কে গুতিয়ে তোমার নাম্বার নিয়েছিলুম। কিন্তু কল দেওয়া হয়নি এখনো। তোমার নাম্বারটি তোমার কাছ থেকে পেয়ে বৈধতা পেয়ে গিয়েছিলুম দৈবক্রমে। তো সেই দিন কি মনে করিয়া তোমার নাম্বারের নাম্বারগুলি নিয়ে নাড়াচাড়া করিতেছিলুম।
দুই জন দুই অপারেটরের বাসিন্দা।
খেদ আমার যে তোমাকে দুই চোখে দেখতে পাই নে আর তোমার অপারেটরকে দেখতে পারিনে দুচক্ষে! হঠাৎ খেয়াল করলুম তোমার আমার ৬ ডিজিটের মূল নাম্বারটি বেশ! উভয়ের ই ডিজিটগুলি ৯৯৯৯ ফরমেটে আসিয়া পড়ে আর তাহাদের যোগে হয় ৩৬। আবার ইহাদের যোগে হয় ৯। তোমার নাম ইংরেজিতে লিখিলে ১৮টি লেটার হয়। উহাও ৯ এর গুণিতক। আফসুস এই যে আমার নামে আসে ১৭টি লেটার।
ভাবিতেছি নিজের নামের ‘i’ খানা ‘ee’ করিয়া নিবো, তাহা হইলে সমতা হইবেক! উহাদের যোগফল ও তখন ৩৬ হইবেক! তোমার জন্মদিন হইতে জন্মসংখ্যা বের করিলে ৬ হয়। আমারও তাই! উহাদের সরল যোগের অন্তরফল নিলে আসে ১৮ যা আবার ৯ এর গুণিতক! তোমায় যেদিন ইনবক্সে গুতোলেম সেদিন ছিলো ৩০/০৮/২০১১ যাহা আবারো সমষ্টি নিলে ৬ রিপ্রেজেন্ট করে! ৬ কে পারফেক্ট সংখ্যা বলা হয় জানো তো?
ওগো তুমিই তবে সেই আমার তুমি নউ তো???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।