আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! -এই শুনো । তোমার সাথে আজকের পরে আমি আর কোন যোগাযোগ রাখবো না ! দেখি টওমার মোবাইলটা দেখি ! আমার নাম্বারটা মুছে দেই ! আমি সবে মাত্র চকবারটাতে একটা কামড় বসিয়েছি তখনই নিশি এই কথা বলল ! আমি ওর দিকে তাকিয়ে দেখি ও নিশ্চিন্ত মনে আইসক্রিমে কামড় বসিয়ে চলেছে ! একটু আগে কি বলল তা সে সিরিয়াসলি বলল কি কিনা বুঝতে পারছি না ! নাহ মনে হয় ! খুব বেশি সিরিয়াস তো মনে হচ্ছে না ! আমি একটু ক্ষীন গলায় বললাম -কি বললে ? নিশি বলল -আমি তোমার সাথে আর কোন প্রকার রিলেশন রাখবো না ! -সেই কেন ? আমি কি করলাম ? -তুমি ব্লগ লিখো ! তুমি ব্লগার তাই ! আমার মনে হল আমি মনে হল ভুল শুনলাম ! আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে যেতে চাইছে কারন আমি ব্লগার ! না ! না ! এটা হতেই পারে না ! আমি নিশ্চই ভুল শুনছি ! আমি নিশিকে বললাম -সরি ঠিক বুঝতে পারি নাই ! কি কারনটা বললা ? -আমি তো মান্দারিন ভাষায় বলি নাই যে তুমি বুঝতে পারবা না ? আমি সঠিক বাংলা ভাষায় বলেছি ! তুমি ব্লগার তাই তোমার সাথে আমি কোন রিলেশন রাখবো না ! -মানে কি ? -আরে মর জ্বালা ! মানে ফানে বুঝি না ! আব্বা কইছে তুমি নাস্তিক ! তুমি ব্লগার ! তুমি শাহবাগে যাও ! তোমার সাথে মেয়ে বিয়ে দিবে না ! -তাই ? আমি নাস্তিক ? -হুম ! -কোন হিসাবে বললা ? -তুমি ব্লগার ! তুমি শাহবাগে যাও ! -তারমানে আমি ব্লগ লিখিই বলেই আমি নাস্তিক ? আমি শাহবাগে যাই বলেই আমি নাস্তিক ! -হুম ! আব্বা তাই বলছে ! -তাইলে তো তুমিও নাস্তিক ! তুমিও তো দুইদিন আমার সাথে শাহবাগে গেছ ! আমি ব্লগ লিখি আর তুমি আমার ব্লগ পড় ! একই তো কথা ! ইনফ্যাক্ট তুমি তো আমার ব্লগ পড়েই আমার প্রেমে পড়েছ ! তাইলে কি দাড়ালো ! -শুনো ফাইল কথা বলবা না ! আমি শাহবাগে গিয়ে কোন খারাপ কাজ করি নাই ! রাজাকারদের ফাসি চাইছি ! -আর আমি ? আমি কি করেছি ? বসে বসে কইছি আমি নাস্তিক ? আমি নাস্তিক ? নিশি আমার এই কথার কোন জবাব দিল না ! কেবল চুপ করে রইলো ! আমি বললাম -ঠিক আছে তোমার ইচ্ছা ! তোমার বাবা তো আমাকে এমনিতেই পছন্দ করেই না ! করবে কেমনে সে তো জামাত করে ! -এই খবরদার বললাম ! আমার বাবা জামাত করে না ! আমার বাবা জামাত করে না ! আমি একটু চুপ করে রইলাম । তারপর বললাম -এখন থেকে যখন আমাদের মাঝে আর কোন রিলেশন নাই ই তখন আমি তোমাকে বলি তোমার বাবা হল জামাত করে ! কোন জামাতীর মাইয়ারে আমি বিয়া করতাম না ! বুঝছো ! নিশির মুখটা দেখলাম কেমন লাল হয়ে গেল ! অন্য সময় হলে আমি নিশিকে শান্ত করার চেষ্টা করতাম কিন্তু এখন হু কেয়ারস ম্যান !! আমি বললাম -তোমার আব্বা হল খাস জামাতি ! দেখো না কেমন রাজাকার দের মত পোষাক পড়ে ! এবার দেখলাম নিশি আমর দিকে একভাবে তাকিয়েই রইলো ! ওর এই লক্ষনটা আমার কাছে পরিচিত ! নিশি কিছুক্ষনের ভিতরেই কেঁদে ফেলবে ! একটু পরেই ওর চোখ দিয়ে বের হয়ে এল !চোখে পানি বলল -তুমি এই কথাটা কেন বললা ? আমর বাবা নিয়মিত নামাজ পড়ে ! এই জন্য তুমি তাকে রাজাকার বলবা ? -এই তো এইবার লাইনে এসেছ ? ব্লগ লিখলেই যেমন নাস্তিক তেমনি তোমার বাবাও রাজাকার ! তুমি তো একই কাজ করতেছ ! -আমি একই কাজ কেমনে করলাম ? -আশ্চার্য ! আমাকে তুমি তুমি কোন হিসাবে বলতেছ ? তুমি কিভাবে বল যে আমি ব্লগ লিখি বলে আমি নাস্তিক ! তুমি নিজেও তো শাহবাগে গেছ ? তোমার কি মনে হয়েছে যে সেখানে ধর্ম বিরুদ্ধ কিছু বলা হয়েছে ? মহানবী (স) কে নিয়ে কিছু বলা হয়েছে ? দেখাতে পারবে ? নিশি চুপ করে রইলো ! আমি আবার বললাম -নামাজ আর দাড়ি রাখলেই যেমন একজন জামাতী/রাজাকার হয়ে যায় না তেমনি ব্লগ লিখলেই মানুষ নাস্তিক হয়ে যায় না ! এটা বুঝতে হবে ! তোমরা ঢালাও ভাবে সব ব্লগার কে নাস্তিক বলবা এটা উচিৎ না ! ঠিক আছে একজন নাস্তিক ধর্ম নিয়ে যা তা লেখে ! সেটা তার দায় ! সেটা তার দোষ ! তার একান্ত দোষ ! এখন সে শাহবাগে গেল বলেই পুরা শাহবাগ নাস্তিক হয়ে গেল ? এটা কেমন যুক্তি হল ! -কিন্তু সবাই যে বলতেছে ! শুনো ! সবাই যদি বেকুব হয় তুমিও কি বেকুব হবা ? তোমাকে বললাম চিলে তোমাদের সবাই কান নিয়ে গেছে এই শুনে কয়েকজন চিলের পেছনে দৌড় শুরু করলো । তুমি কি করবা ? ঐ লোক গুলোর দৌড় দেখে তারপর পিছন পিছন দৌড়াবা না আগে নিজের কান চেক করবা ? কোথাকার কোন টিস্যু পেপারে কি না কি লিখছে মানুষ বেকুবের মত সেইটা কোন যাচাই বাছাই না করেই দৌড়াদৌড়ি শুরু করেছে ! কিছুক্ষন চুপ করে রইলাম দুজনেই ! অন্য সময় হলে আমি নিশির সাথেই আগে কথা বলতাম ! কিন্তু আজকে কিছু বললাম না ! চুপ করে বসে রইলাম ! দেখলাম নিশিও বসে রইলো ! -আচ্ছা আমি সরি ! -কি ? -সরি ! আমি এমনি তোমার সাথে ইয়ার্কি মারছিলাম । আব্বা এমন কিছু বলে নাই ! উনি তোমার চাকরীর ব্যাপারে খোজ নিচ্ছিল ! বলছিল কোন সুপারিশ লাগবে কি না ? -তাই না ? -সত্যি ! আমি ভাবতে পারি নি তুমি এতো সিরিয়াস হয়ে যাবে ! সরি ! আমি আর কিছু বলি না ! চুপ করে থাকি ! দেখলাম নিশি নিজেই আমার কাছে এসে বসলো ! আমার হাতটা ধরে বসে রইলো ! এতো মন খারাপের ভিতরও একটু ভাল লাগলো ! ফেবু লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।