চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! পৃথিবীতে সবাই সুন্দরের পূজারী । সুন্দরের প্রতিযোগীতা চলে সব জায়গায় । স্রষ্টার কিছু কিছু সৃষ্টিকে আমরা কুৎসিত সৃষ্টি হিসেবে দেখি । কুৎসিতকে নিয়ে কোন প্রতিযোগীতা নেই। এ রকম কুৎসিত কুকুর নিয়ে একটি প্রতিযোগীতা হয়ে গেল ইংল্যান্ডে ।
সেই খবরই পোষ্ট করলাম ।
সৌন্দর্যের মর্যাদাতো সবাই দিতে জানে, কিন্তু কুৎসিতের মর্জাদা ক’জনইবা দিতে পারে। বিশ্বের নানা প্রান্তের নানা মানুষের কাছে যখন পালিত হচ্ছে সুন্দর সুন্দর সব কুকর তখন অসৌন্দর্যের প্রতিযোগিতায় বিশ্ব সেরার পুরস্কার জিতে নিলো ব্রিটেনের আট বছর বয়সী কুকুর মুগলি।
বিশ্বের নানা প্রান্তের ২৮টি কুৎসিত কুকুরকে পেছনে ফেলে মুগলি এই পুরস্কার জিতে নেয়। অভিনব এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রয়েছে এক হাজার মার্কিন ডলার এবং চ্যাম্পিয়নের জন্য এক বছরের খাবারের বন্দোবস্ত।
প্রতিযোগিতায় ইংল্যান্ডের পিটারবোর্গ থেকে আগত মুগলিকে তার চেহারার তুলনায় ভালো স্বভাবের বলেও আখ্যায়িত করা হয়েছে। আর এই চ্যাম্পিয়নশিপের পুরস্কার জেতার জন্য মুগলি আরেকটি চমৎকার সুযোগ পেতে যাচ্ছে। তা হলো স্থানীয় সেরাটন হোটেলে ভিআইপি মর্জাদায় থেকে ফটোসুট করার।
এ বিষয়ে মুগলির মালিক বেভ নিকোলসনর তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, “যখন মুগলির নাম ঘোষণা করা হলো তখন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি জানি না কোনো কুকুর দেখতে কেমন, তবে আমি এসব কুকরের সঙ্গেই থাকতে চাই।
”
এটা ভেবে নেবেন না যে মুগলির এটা প্রথম পুরস্কার। নিকোলসন জানান, এর আগে ২০০৫ সালে মুগলি ব্রিটেনের সবচেয়ে কুৎসিত কুকুর হওয়ারও খেতাব জিতেছিলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।