লেখক/কবি সব সময় বুঝি আমি সেই খুনিদের খুঁজে বেড়াচ্ছি রক্তমাখা অদৃশ্য ছুড়ি হাতে কারা যেনও পালিয়ে বেড়ায় আমাদের চারপাশে খসে যাওয়া অসংখ্য তারা, নক্ষত্রের অপ্রিয় মৃত্যু... আছে শূন্য সব সমাধি দীর্ঘশ্বাসহীন নিস্তরঙ্গ, যেনও পাথর শরীর এইসব লুকোনো আছে মর্মর ঝরা পাতার কর্কশ বিছানার অন্তরালে সেখানে অনেক পরে ফিরে আসে ছাই আর ছাই, হাড়ের অস্তিত্ব গ্রাস করা পোড়া চর্বি আর মাংসের ধোঁয়ায় অমোঘ বিস্ফোরণে কেউ কি দেবে না তারে ফুল, ভুলগুলো মায়া মাখা কবরের শীতল পাথরের ওপর সেইসব অন্তিম ইচ্ছার তরে, আরো কিছু জড়তা পাওয়া অবুঝ চাপা কান্নায় সেইসব অণুজীব, আগুন জিহ্বা, ঝরা জীবনের পথের ওপরে শুয়ে থেকে সবগুলো শবাধার পার হয়ে রক্তমাখা ছুরি হাতে কোথায় পালালও কে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।