আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা... বাংলাদেশের মিডিয়ার প্রতি আমার কোন কালেই ভরসা ছিলো না। এখনো নাই। যে দেশের মিডিয়া চলে কালোবাজারি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের টাকায় সে দেশের মিডিয়াগুলোতো কুত্তার মতো কামড়াকামড়ি করবোই। ঐ কামড়াকামড়ির জায়গাতেও আমার আপত্তি নাই; আমার আপত্তি এখানে মিডিয়া ম্যানিয়াকরা মনে করে যে তারাই বুঝি একমাত্র সত্যের পথ নির্দেশক, ক্রিয়েটিভ, সুশীল সমাজ! এর বাইরে যারা আছে তারা কেবলই আমজনতা! এরা যা বুঝাবে জনতা তা-ই বুঝবে, তা-ই বিশ্বাস করবে...! বাংলাদেশে যেসব সেক্টরে কঠোর হাতে দূর্নীতি দমন করতে হবে- "মিডিয়া" তাদের মধ্যে অন্যতম। যে দেশে রাজনৈতিক নেতাদের সম্পত্তির হিসাব চাওয়া হয় সেদেশে মিডিয়াজীবিদের সম্পত্তির হিসাব নেয়াটাও সরকারেরই দায়িত্ব ও কর্তব্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।