Student : B.Sc in EEE পত্রিকায় খবরটি দেখুন
বড়ভাই সেজে পিঠ চাপড়ে দেয়ার কাজটা পাকিস্তানী খেলোয়ারদের স্বভাবজাত ব্যাপার। সে কাজটা একটু বেশী সিরিয়াস ভাবে করতে গিয়ে নাকি অন্যকোন ইঙ্গিত দিতে ইউনিস খান বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে বিরুপ মন্তব্য করেছেন তা ঠিক বোঝা যাচ্ছেনা।
গত ১০ ফেব্রুয়ারি শারজায় পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যচের পর এই উটকো মন্তব্য করেন পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। তিনি রীতিমত আইসিসিকে অনুরোধ করেন যাতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানদেরকে দেয়া হয়। শুধু তাই নয় তিনি একদম নিশ্চিত যে টেস্ট স্ট্যাটাস পেলে আফগানরা বাংলাদেশ থেকে ভাল খেলবে।
আফগানদের জন্য দিনটি ছিল ঐতিহাসিক। এই প্রথম তারা আইসিসির পূর্ণসদস্য দেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায়। তার উপর সকাল বেলা তালেবানদের মুখপাত্র আফগানিস্তান ক্রিকেট বোর্ডে দলকে শুভেচ্ছা জানিয়ে যায়। জিততে না পারলেও লড়াই করে হেরেছে লড়াকু আফগানরা।
অভিনন্দন আফগানদের পাওনা ছিল।
কিন্তু তাদেরকে অভিনন্দন জানাতে গিয়ে ইউনিস খান বলে বসলেন, "দয়া করে আইসিসি কি বাংলাদেশের সাথে আফগানিস্তান বদল করতে পারবে?"
"বিশ্বক্রিকেটে একটা নতুন দলকে খেলতে দেখা এবং তার উপর এমন একাগ্রতা আর সংকল্প নিয়ে খেলতে দেখা দারুন আর উত্তেজনাপূর্ণ ব্যাপার!"
তিনি আরও যোগ করলেন- "আমি নিশ্চিত তারা বাংলাদেশ থেকে অনেক অনেক ভাল করবে। "
ইউনিসের মন্তব্যে যতটুকুনা আফগানদের জন্য উৎসাহ-অভিনন্দন ছিল এর থেকেও বেশি ছিল বাংলাদেশ ক্রিকেটকে খাটো করার উলঙ্গ প্রয়াস। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এমন একটা কথা বলার পরও ইউনিসকে কোন প্রকার জবাবদিহি করতে হয়নি! প্রশ্ন উঠে যায় দেশটি বাংলাদেশ বলেই কি ইউনুস নিস্তার পাচ্ছেন? বাংলাদেশ থেকে কোন উত্তর দেয়া হয়নি।
বিডিস্পোর্টসনিউজ/আআ/কেএন/আরআরএস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।