আমাদের কথা খুঁজে নিন

   

পরকিয়া কেন বৈধ হবেনা?

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই... এ মাসেই বেশ কয়েকটি ঘটনা চোখে পড়ে আমার আশেপাশেই যেমন একটি বাবা তার মেয়ের সাথে পরকিয়া করার কারণে বাবা এখন গ্রাম ছাড়া হয়েছেন। এখন আপাতত গ্রামের লোকজন মেয়েটির বাবাকে তার বাড়িতে থাকতে নিষেধ করেছে এমনকি বলা হয়েছে এসব যাতে সমাজের মানুষ না জানে। গত কয়েকদিন আগে একটি কাজের ছেলে কাজ করতে যাওয়া অবদি বিদেশে থাকা স্বামী এমন একটি মেয়ের সাথে পরকিয়া করে এক জটিল সমস্যার সন্মুখীন করে ফেলে সমাজের মানুষকে এবং সমাজের ধর্মপ্রান মুসুল্লীদের । গত কাল আমার কাছে একজন ফোন করে জানতে চাইল। একটি মেয়ে বিদেশে থাকে সে দেশে ফেরার আগে তার স্বামীকে ডিবোর্স দিতে চায় এবং নতুন একটি ছেলেকে বিয়ে করতে চায় এবং এই নতুন ছেলেটি সম্পর্কে তার খুব ভাল করে জানা শুনা আছে।

বেশ কয়েকদিন আগে দুটো চোখ তুলে নিল তার ঘাতক স্বামী এখানে পরকিয়ার ব্যাপার ছিল এমন কিছু বিষয় নিয়ে বেশ বিতর্ক আছে গনমাধ্যমে। এর কয়েক দিন আগে মা তার ছেলেকে বস্তা বন্ধী করে কেটে মেরে রেখে আসা লাশ উদ্ধার করে। ছেলেটির মাকে পুলিশ বারংবার প্রশ্ন করেছে। আমরা পত্রিকায় বিস্তারিত পড়েছি। বাস্তব জীবনে যতটা জানি বা দেখি অনেক সময়ই বিয়ে করার পর অন্য মেয়ের বা অন্য ছেলের প্রতি একটি বিশেষ নজর আসে এবং স্বভাব সুলভ ভাবে একটি পরকিয়া পরকিয়া ভাব থাকে।

বেশ কদিন আগে আমার এলাকায় একটি ছেলে একটি মেয়েকে নিয়ে তার দুর সম্পর্কের আত্বীয় বাড়ীতে রাত্রী যাপন কালে পরিচয় দিল সে তার বউ নিয়ে বেড়াতে এসেছে কিন্তু রাতের মধ্যেই তার সত্যিকার বউ খবর পেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়ে এলাকার লোকজন জমায়েত করে ফেলেছে। এক মাস হলো আমি আমার এলাকার মেম্বার সাহেবকে বল্লাম কোথায় যাচ্ছ? সে জবাব দিল, এক ছেলে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে ধরা পড়েছে এবং এ খবর ও ছেলের নাম জানাজানির পর আরও ৫টি মেয়ে এসে ছেলেটিকে স্বামী হিসেবে দাবী করে যাদের একটি দুটি করে বাচ্চা আছে। আমি পরবর্তীতে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করে এলাকা থেকে জানতে পারলাম ছেলেটি ৬ টি মেয়ের সাথে বিভিন্ন ভাবে রাত্রি যাপন করেছে । আমার লেখার মাঝে যা সত্য তাই লিখেছি কারো যদি কোন আপত্তি থাকে আমি বা আমার কাছে বিস্তারিত/বিশদ ব্যাখ্যা করার মত যথেষ্ট প্রমান জানা আছে। তাহলে কি এ সমাজ পরকিয়াটাকে খুব বেশী ভাল মনে করছে?যদি তাই হয় তাহলে পরকিয়া কেন বৈধ হবেনা? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।