I love politics. I want death of those who killed our Army officers. আমি জানি আমার এই ব্লগের বিষয়টি দেখে অনেকেই ক্ষেপে যাবেন। যারা অন্ধ ফুটবল প্রেমী তারা কোন মতেই আমার এই তুলনা সহ্য করবেনা হয়তো। কিন্তু তারপরেও আমি বেশ সাহস নিয়ে ব্লগটি লেখা শুরু করলাম। ফুটবল জগতে সর্বকালের সেরা ফুটবলার কে: পেলে না মেসি? অনেকেই রেগে যাবেন আমার এই তুলনা দেখে যে কিভাবে আমি মেসির সাথে পেলেকে তুলনা করি। সবাই ভাববে এত বড় আস্পর্ধা আমি পেলাম কোথা থেকে যে মেসির মতো একজন দূর্দান্ত খেলোয়াড়কে আমি পেলের সাথে তুলনা করছি। সবাই এক কথায় রাজি হবে যে মেসি নির্দিদ্বায় সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু ইদানিং "কাইল্লা মানিককে" নিয়ে যেভাবে মাতামাতি করা হয় তা তে বেশ বুঝতে কষ্ট হয় যে মেসি সেরা নাকি পেলে সেরা। যাদের ফুটবল সম্পর্কে নূন্যতম পর্যায়ে জ্ঞান আছে তারা অবশ্যই স্বীকার করবেন যে মেসিই হলো সেরা খেলোয়াড়। এতে কোন সন্দেহ নেই, কিন্তু তারপরেও কেন কিছু কিছু লোক মেসির চেয়ে পেলেকে সেরা মনে করে? কেন কিছু কিছু লোক মানতে নারাজ যে মেসির ধারের কাছেও পেলে নয়? অজ্ঞতার কারণেই হয়তো এমনটি করে তারা। মেসি যে ছন্দময় ফুটবল খেলে সেটা এই প্রজন্মের ছেলেমেয়েরাকি চোখ দিয়ে দেখে না? তারপরেও কিসের আশায় এই সকল নির্বোধেরা পেলেকে সেরা মনে করে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।