ঘোর দিও , ভোরের আশ্রমে রেখে যেও এইসব দেবতার ছবি
আর কিছু মুখরেখা , আঁকার অতিক্রম হাতে সাজানো পালক
দিও রাঙামাঠ , রাণাঘাটের সেই যে হকার - ঠিক তারই মতো
হাঁক - পেপার নিবেন , পেপার ! আমি শুনে যাবো, মাছরাঙা
রোদের গহীনে ডাকের ধমনী যেভাবে ঢেউজন্ম পেয়ে ফের ঋজু
হয়। অবতার জলসূত্র লিখে রাখে অনাগত প্রেমিকার নাম।
ব্যথা দিও , বহুল ব্যবহৃত সাম্পানে করে আমি তুলে নেবো
ঘরে। রেখে দেবো আলনায় । ছলনারা দোল খেতে খেতে
যেভাবে বেড়ে উঠে পড়শি পাঁজরে ! ঠিক সেভাবেই ওমের
আকাশ সাজিয়ে নামাবো বৃষ্টি - ঢেউঘোরে , সান্ধ্যশিশিরে ।
ছবি - ডেবরা টর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।